Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতার বিশ্বকাপে নজরকাড়া তরুণরা

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২ ১৭:৩০

আর কয়েক ঘণ্টা পরেই পর্দা নামছে বিশ্বকাপের ২২তম আসরের। কাতারের লুসাইল স্টেডিয়ামে মেসি-এমবাপের দ্বৈরথে নির্ধারিত হবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সাতবারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসির ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের সঙ্গে যুক্ত হবে সবচেয়ে বড় সাফল্য। ফ্রান্স জিতলে মাত্র ২৩ বছর বয়সে দ্বিতীয়বার বিশ্বজয়ী হবেন এমবাপে।

গত দেড় যুগ বিশ্ব ফুটবল শাসন করা কয়েকজন তারকা কাতারেই তাদের শেষ বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপ ফাইনাল থেকেই অবসরে যেতে পারেন মেসি-ডি মারিয়ার মতো তারকারা। এর আগে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়াগো সিলভা, দানি আলভেস, লুকা মদ্রিচ, সার্জিও বুসকেটসরা। আর পড়বে না তাদের পায়ের চিহ্ন বিশ্বকাপের মাঠে। নতুন তারকারা রাঙাবেন আগামীর ফুটবল। তাদের অনেকেই এবার আগমনী বার্তাও দিয়ে রেখেছেন। দুর্দান্ত পারফরম্যান্সে জানান দিয়েছেন, মেসি-রোনালদোদের পরে দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত তারা।

বিজ্ঞাপন

ফ্রান্সের সুপারস্টার এমবাপে ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে ৫ গোল করে বার্তা দিয়েছিলেন, মেসি-রোনালদোর পর তার নামেই চলবে বন্দনা। এবারও এমবাপের দল ফাইনালে। ফাইনাল ম্যাচে জিতলে টানা দুই বিশ্বকাপ জেতার বিরল সাফল্য অর্জন করবেন তিনি। এই বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ গোল করেছেন এমবাপে।

গতবারের ফ্রান্সের মধ্যমাঠের দুই সৈনিক পগবা-কান্তে এবার ইনজুরির কারণে বাদ পড়েছেন। তবে এদের অভাব মোটেও বুঝতে দেননি ২২ বছর বয়সী আরলেন চুয়ামেনি। এই বয়সেই তিনি খেলছেন অভিজ্ঞদের মতো। চলতি বিশ্বকাপে তার পাসের সংখ্যা ৩৯৯টি। লা ব্লুদের হয়ে মাঠে তিনি ৬৩.৪ কিলোমিটার দৌড়েছেন।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার তরফ থেকে তরুণ তারকারাই নজর কাড়ছেন বেশি। লটারো মার্টিনেজ যখন একের পর এক গোল মিসের মহড়া দিচ্ছেন তখন স্কালোনির ত্রাতা হয়ে মাঠে নামেন জুলিয়ান আলভারেজ। ২২ বছর বয়সী আলভারেজ এখন আর্জেন্টিনার প্রথম একাদশের ভরসার নাম। মেসির সঙ্গে দারুণ সমন্বয় করে প্রতিপক্ষের রক্ষণভাগ নিমিষেই ভাঙছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। আলভারেজ ইতিমধ্যে গোল করেছেন চারটি। এর মধ্যে দুটিই এসেছে সেমিফাইনালে।

আলভারেজ থেকেও এক বছর কম বয়সী এনজো ফার্নান্দেজ নজর কেড়েছেন সমর্থক থেকে বোদ্ধাদের। এনজো ফার্নান্দেজ যখনই আর্জেন্টিনার হয়ে খেলছেন, তখনই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ভাবতে হচ্ছে না স্কালোনিকে। রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে মধ্যমাঠে প্রতিপক্ষকে রীতিমতো শাসন করছেন এনজো ফার্নান্দেজ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণভাগকে যেমন দৃঢ়তা দিচ্ছেন তেমনই আক্রমণভাগের সঙ্গে দলের সমন্বয় করছেন নিয়মিত। বেনফিকায় খেলা এই তারকা ইতিমধ্যে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছেন।

চলতি বিশ্বকাপে ইতিমধ্যে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে দলটি হারিয়েছে ফেভারিট ব্রাজিলকে। মদ্রিচের মতো তারকা যখন তার শেষ বিশ্বকাপ খেলছেন, তখন তরুণ হিসেবে রক্ষণভাগে নজর কেড়েছেন জসকো জিভার্ডিওল। মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলকে ঠেকিয়ে দিতে বড় ভূমিকা তার। রক্ষণভাগে তরুণ বয়সে এমন পারফরম্যান্স বিরল।

বিশ্বকাপে বয়সে তরুণ হওয়া কোনো সমস্যা নয় বলে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। ১৯ বছর বয়সী এই তারকা মধ্যমাঠে ইংল্যান্ডের সেরা পারফরমার। এছাড়া ইংল্যান্ডের ২১ বছর বয়সী বুকায়ো সাকা তিন গোল করে জানিয়েছেন, হ্যারি কেইনের কাছ থেকে দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন তিনি।

পর্তুগালের গনজালো রামোস এমন এক ম্যাচে মাঠে নেমেছিলেন, যে ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোস দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন। রামোস ওই ম্যাচে খেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গায়। পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর শূন্যস্থানে খেলতে নেমে চাপে ভেঙে পড়ার কথা ছিল ২১ বছর বয়সি রামোসের। কিন্তু রামোস বুঝিয়ে দিয়েছেন, তিনি অন্য ধাতুতে গড়া। ওই ম্যাচে রামোস করেছেন হ্যাটট্রিক। এছাড়া স্পেনের ২০ বছর বয়সী পেদ্রি ছিলেন তার দলের মধ্যমাঠের কারিগর।

সারাবাংলা/আইই

আর্জেন্টিনা বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপ ফাইনাল ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর