Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব ঝড় থামিয়ে ভারতের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১০:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১০:৫৫

চট্টগ্রাম টেস্ট: চট্টগ্রাম টেস্ট জেতা বাংলাদেশের জন্য যে প্রায় অসম্ভব সেটা ম্যাচের চতুর্থ দিনেই বুঝা গিয়েছিল। জিততে হলে পঞ্চম দিনে করতে হতো ২৪১ রান। ড্র করতে হলে ব্যাটিং করতে হতো পুরো দিন। হাতে চার উইকেট উইকেট বলে দুই কাজই প্রায় অসম্ভব। আজ পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতেই তার প্রমাণ পাওয়া গেল।

আজ টেস্টের পঞ্চম দিন সকালে রীতিমতো ঝড় তুলতে চাইলেন সাকিব আল হাসান। অপরপ্রান্তের ব্যাটারদের আগলে রাখতে সিঙ্গেল নিচ্ছিলেন না। পাশাপাশি বড় শট খেয়ে যাচ্ছিলেন। তবে সাকিব এভাবে অনেকক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৮৪ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে লাইন মিস করে সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। তারপর বাকিরা আর দাঁড়াতেই পারেননি।

বিজ্ঞাপন

৬ উইকেটে ২৭২ রানে কাল চতুর্থ দিনের খেলা শেষ করা বাংলাদেদেশের বাকি চার উইকেট তুলে নিতে আজ ভারত সময় নিয়েছে ৫৯ মিনিট। সব মিলিয়ে চট্টগ্রামে ১৮৮ রানের জয় পেল ভারত। এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে সফরকারীরা। ২২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

রোববার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা মেহেদি হাসান মিরাজ ছিলেন। অবিশ্বাস্য কিছু করতে হলে এই দুজনকেই দায়িত্ব নিতে হতো। সেক্ষেত্রে সকালটা ভালো হওয়া আবশ্যক ছিল বাংলাদেশের। সাকিব অবশ্য চেষ্টা করছিলেন। তবে অপরপ্রান্ত থেকে সহযোগিতা পেলেন না।

গতকাল শেষ বিকেলেও দেখা গেছে সাকিবকে সিঙ্গেল না নিতে। ভারতীয় স্পিনার অক্ষার প্যাটেলের বলে ডানহাতি ব্যাটাররা বিপদে পড়ছিল। দারুণ দুটি ডেলিভারিতে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানকে ফিরিয়েছিলেন অক্ষার। মেহেদিকে তার সামনে পড়া থেকে বাঁচাতেই শেষ বিকেলে সিঙ্গেল নেননি সাকিব।

বিজ্ঞাপন

আজ সকালেও দেখা গেল তেমনটা। সিঙ্গেল না নিয়ে নিজেই চালিয়ে খেলার চেষ্টা করছিলেন। আজ মাত্র ৩৯ বলে ৪৪ রান করেছেন সাকিব। দলীয় ৩২০ রানের মাথায় কুলদ্বীপ যাদবকেও পেছনে গিয়ে হাঁকাতে চেয়েছিলেন। কিন্তু লাইন মিস করে সরাসরি বোল্ড সাকিব। ১০৮ বল খেলে শেষ পর্যন্ত ৬টি করে চার ছয়ে ৮৪ রানে ফিরেছেন সাকিব।

সাকিব ফেরার পর আর মাত্র ৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। রানের খাতাই খুলতে পারেননি শেষ দুই ব্যাটার ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। নয় নম্বরে নেমে ৪ রান করেছেন তাইজুল ইসলাম। ৩২৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের হয়ে অভিষিক্ত জাকির হাসান ঠিক ১০০ রান করেছিলেন। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন অক্ষার প্যাটেল। ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছিল ভারত। পরে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানেই। ভারত ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১২ রানের। সাকিব আল হাসানের দল শেষ পর্যন্ত গুটিয়ে গেল ৩২৪ রানে।

সারাবাংলা/এসএইচএস

তাইজুল ইসলাম বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর