Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকে জাকিরের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৫:০২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৫:২৫

চট্টগ্রাম থেকে: নিয়মিত ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একাদশেও জায়গা হলো জাকির হাসানের। সুযোগটা দুর্দান্ত ভাবেই কাজে লাগালেন সিলেটের ২৬ বছর বয়সী তরুণ। ভারতের রান পাহাড়ের জবাব দিতে নেমে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন জাকির।

ফিরেছেন অবশ্য সেঞ্চুরির পরপরই। রবিচন্দ্রন অশ্বিনের টার্ন করে ভেতরে ঢোকা বল প্রথমে জাকিরের ব্যাটে তারপর প্যাডে লেগে বাতাসে ভেসে উঠে। কাছেই থাকা বিরাট কোহলি ঝাঁপিয়ে ক্যাচ লুফে নেন। দুর্ভাগ্যবশত আউট হয়ে ফিরলেও তার আগে যা করেছেন তা নিয়ে নিশ্চয় গর্ব করতে পারেন জাকির।

বিজ্ঞাপন

বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে অভিষেকে টেস্ট শতক পেলেন তরুণ ওপেনার। ২০০০ সালে এই ভারতের বিপক্ষেই বাংলাদেশের প্রথম টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন আমিনুল ইসলাম। ২০০১ সাল শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে অভিষেকে সেঞ্চুরি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি পেয়েছিলেন আবুল হাসান। চতুর্থ বাংলাদেশি হিসেবে আজ অভিষেকে সেঞ্চুরি পেলেন জাকির।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে ৫১২ রানের টার্গেট দাঁড় করিয়েছে ভারত। রানের হিসেবে এই ম্যাচে জয় বা ড্র দুটোই বাংলাদেশের জন্য কঠিন। তবে হারের মুখে থেকেও জাকিরের ব্যাটিং মন ভরিয়ে দিলো।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ বিনা উইকেটে ৪২ রানে আজ যখন চতুর্থ দিনের খেলা শুরু করল জাকির তখন ১৭ রানে অপরাজিত। আজ দিনের শুরু থেকেই সহজাত ব্যাটিং করে নিজের ইনিংস পোক্ত করেছেন। ভারতীয় স্পিনাররা স্বাভাবিকভাবেই টার্ন পাচ্ছিলেন। জাকির সাবধানে সেসব সামলে এগিয়েছেন দারুণভাবে।

বিজ্ঞাপন

২১৯ বল খেলে ১৩টি চার ১টি ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। দুর্ভাগ্যবশত আউট হয়েছেন তার পাঁচ বল পরই। বাংলাদেশের দলীয় রান তখন ২০৮

সারাবাংলা/এসএইচএস

জাকির হাসান বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর