জাতীয় দল থেকে অবসর নিলেন বুসকেটস
১৬ ডিসেম্বর ২০২২ ১৯:৪৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ২১:৫৯
বিশ্বকাপে স্পেনের অধিনায়ক সার্জিও বুসকেটস আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টেনেছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি।
৩৪ বছর বয়সী বুসকেটস বলেন, স্পেনের হয়ে ১৫ বছরে ১৪৩টি ম্যাচ খেলার পর এখন বিদায় বলার সময় এসেছে।
২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। ওই দলের সদস্য ছিলেন বুসকেটস। এবার বিশ্বকাপে স্পেনের অধিনায়ক ছিলেন ৩৪ বছর বয়সী বার্সেলোনা কিংবদন্তী। বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে গিয়ে ছিটকে পড়ে তার দল। এর পরেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন বুসকেটস। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো।
সার্জিও বুসকেটস স্পেনের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন ইকার ক্যাসিয়াস (১৬৭) এবং সার্জিও রামোস (১৮০)।
সারাবাংলা/আইই
কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২ ফুটবল বিশ্বকাপ ২০২২ সার্জিও বুসকেটস