Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম টেস্টে ১৫০ রানে থেমে গেল বাংলাদেশের প্রথম ইনিংস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২ ১০:২৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১০:৩২

চট্টগ্রাম থেকে: ভারতের ৪০৪ রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়া বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গেল ১৫০ রানেই। ৮ উইকেটে ১৩৩ রান তুলে গতকাল দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ আজ তুলতে পেরেছে আর ১৭ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ২৫৪ রানে পিছিয়ে থাকল স্বাগতিকরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের হয়ে ১৬ রানে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে ১৩ রানে ছিলেন পেসার ইবাদত হোসেন। মেহেদির দিকেই নজর ছিল।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজে শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করা মেহেদি একপ্রান্ত আগলে রেখে খেলছিলেনও। ওভারের শেষের বলগুলোতে সিঙ্গেল নিয়ে ইবাদত, খালেদদের আগলে রাখার চেষ্টা করেছেন। কিন্তু ইবাদত, খালেদরা তো মূলত বোলার! ভারতীয় স্পিন সামলে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি দুজন।

দিনের পঞ্চম ওভারে কুলদ্বীপ যাদবের লেগ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটরক্ষকে ক্যাচ হয়েছেন ইবাদত। ফেরার আগে ৩৭ বলে দুটি চার ১টি ছয়ে করেছেন ১৭ রান।

ইবাদত ফেরার পর দশম ব্যাটার খালেদ আহমেদের উইকেট আগলে রাখতে তাকেও বেশি বল খেলতে দিতে চাননি মিরাজ। ওভারের শেষ বলগুলোতে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করছিলেন। এই চেষ্টা করতে গিয়েই দলীয় ১৫০ রানের মাথায় আউ হয়েছেন মিরাজ।

অক্ষর প্যাটেলের বল এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেছেন। বল চলে যায় উইকেটরক্ষক রিষভ পন্তের গ্লাভসে। সহজেই স্ট্যাম্প ভেঙে দেন পন্ত। ৮২ বল খেলে ২টি চার ১টি ছয়ের সাহায্যে ২৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন মিরাজ।

ভারতের পক্ষে ৪০ রানে পাঁচ উইকেট নিয়েছেন স্পিনার কুলদ্বীপ যাদব। তিন উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ।

বিজ্ঞাপন

এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে তোলে ৪০৪ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গতকাল ১০২ রানেই অষ্টম উইকেট হারিয়ে ফেলছিল বাংলাদেশ। সেখান থেকে আজ ১৫০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

ইবাদত হোসেন বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর