Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশ বাংলাদেশ কোচ বললেন— এটাই টেস্ট ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১৯:৫৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৯:৫৬

চট্টগ্রাম থেকে: দুই দিনেই চট্টগ্রাম টেস্টে হার দেখছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান তুলে আজ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ভারত তাদের প্রথম ইনিংসে তুলেছিল ৪০৪ রান। অর্থাৎ এখনো ২৭১ রান পিছিয়ে বাংলাদেশ। অথচ ম্যাচের একটা পর্যায়ে বাংলাদেশই ছিল সুবিধাজনক অবস্থানে।

আজ দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বললেন, এটাই টেস্ট ক্রিকেট।

বিজ্ঞাপন

চট্টগ্রাম টেস্টে আগে বোলিং করতে নেমে ৪৫ রানে ভারতের তিন উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তারপর ক্যাচ মিস হয়েছে চারটি। রিভিউ না নেওয়ার কারণে উইকেটবঞ্চিত হতে হয়েছে একবার। একবার প্রতিপক্ষ ব্যাটারের স্ট্যাম্পে বল লাগলেও বেল না পরার কারণে উইকেট মিলেনি। ভারতের লোয়ার অর্ডারের বিপক্ষেও ভুগেছে বাংলাদেশ।

অষ্টম উইকেট জুটিতে ৮৭ রান তোলেন ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব। যাতে তিনশর আশেপাশে গুটিয়ে যাওয়ার সম্ভবনা দেখা হলেও ভারত শেষ পর্যন্ত গেছে ৪০৪ পর্যন্ত। পরে ব্যাটিং ব্যর্থতায় ১০২ রানেই অষ্টম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

হতাশা ব্যক্ত করে ম্যাচর বাকি সময়ে কঠোর পরিশ্রমের বার্তা দিলেন হেরাথ। দিনের খেলা শেষে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। তাইজুল-মিরাজ ভালো করেছে। তারা তাদের শতভাগ দিয়েছে। আপনি যেমন বলেছেন ৮ উইকেট হারানো হতাশাজনক। কিন্তু এটাই টেস্ট ক্রিকেট। আরও তিনদিন বাকি আছে। আমাদের টিকে থাকতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’

‘আমি যেটা বলেছি আগেই, টেস্ট ক্রিকেট সহজ না। সবসময় আপনার স্কিল, টেম্পারমেন্ট, ধৈর্যের পরীক্ষা নেবে। এজন্য আপনাকে কঠিন লড়াই করতে হবে। আমরা মোমেন্টাম পেয়েছিলাম কিছু জায়গায়, কিন্তু কোথাও হারিয়েছিও। আমার মনে হয় না এটা টেকনিক, সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় উন্নতি দরকার।’

বিজ্ঞাপন

টেস্টের আগে চোট নিয়ে আলোচনায় থাকা সাকিব আল হাসান গতকাল ১২ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন। আজ সারাদিন এক ওভারও বোলিং করেননি। দিন শেষে হেরাথ সাকিবের কাঁধে ব্যাথার কথা জানালেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় সে (সাকিব) কাঁধে কিছুটা ব্যথা অনুভব করছে। আশা করি সে দ্বিতীয় ইনিংসে বল করবে। আমার মনে হয় সে ১০-১২ ওভার বল করেছে। আমি নিশ্চিত সে সামনের ইনিংসে বল করবে।’

সারাবাংলা/এসএইচএস

তাইজুল ইসলাম বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ রঙ্গনা হেরাথ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর