Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরক্কোর ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রার সমাপ্তি ২৫তম দিনে

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২ ০৮:১৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ০৯:৫৮

বিশ্বকাপের ২৫তম দিনে এসে থামল মরক্কোর স্বপ্নযাত্রা। আফ্রিকান লায়নদের বিশ্বকাপের অবিশ্বাস্য এক যাত্রার সমাপ্তি ঘটালো ফ্রান্স। আর তাতেই ফ্রান্সের সামনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি। যেখানে ফ্রেঞ্চদের অপেক্ষা করছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে বিশ্বকাপের ফাইনাল।

তবে তার আগে তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে মরক্কো।

বিজ্ঞাপন

থামল মরক্কোর ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রা

কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে মরক্কোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ছিল ০.০০১ শতাংশ। তবে বিশ্বকাপ শুরু হতেই গাণিতিক সেসব সমীকরণকে বুড়ো আঙুল দেখাতে শুরু করে আফিকান লায়ন্সরা। গ্রুপ পর্বে বেলজিয়াম, ক্রোয়েশিয়ার বাধা টপকে শেষ ষোলোতে। এরপর স্পেনকে শেষ ষোলোতে আর পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে ওঠে মরক্কো। আর তাতেই গড়া হয়ে যায় ইতিহাস। ০.০০১ শতাংশ থেকে বিশ্বকাপে থেকে মাত্র দুই ধাপ দূরে থেকে বিদায় মরক্কোর। ফ্রান্সের কাছে ২-০ গোলের ব্যবধানে বিদায়ে থামল মরক্কোর ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রা।

মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ফ্রান্স

ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় মরক্কো। যাত্রা পথে ক্রোয়শিয়া, বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে পেছনে ফেলে মরক্কো। তবে সেমিফাইনালে এসে আর নতুন করে ইতিহাস লেখা হলো না মরক্কোর। তাদের দুর্দান্ত বিশ্বকাপ যাত্রা ভঙ্গ করলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথমার্ধে থিও হার্নান্দেজের গোলে লিড নেয় এরপর ম্যাচের ৭৯তম মিনিটে র‍্যানডাল কোলো মুয়ানির করা গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ফ্রান্সের। আর তাতেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

শেষবার ২০০২ সালে ব্রাজিল টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। সেলেকাওরা ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ এর বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। যার মধ্যে ১৯৯৪ এবং ২০০২ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল তারা। এরপর দীর্ঘ ২০ বছর পর ফ্রান্স টানা দুই বিশ্বকাপের ফাইনালে। ২০১৮ সালে ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স। আর ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ফ্রেঞ্চরা। আর ২০২২ সালে শিরোপা ধরে রাখার লক্ষ্যে লড়াই করে তারা। আর সেমিফাইনালে দুর্দান্ত পারফর্ম করা মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠে ফ্রান্স।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ মরক্কো মরক্কো বনাম ফ্রান্স সেমিফাইনাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর