ইবাদতের ডেলিভারি আঘাত হানল শ্রেয়াসের স্ট্যাম্পে, তবু নটআউট!
১৪ ডিসেম্বর ২০২২ ১৬:৪০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৬:৪২
চট্টগ্রাম থেকে: একের পর এক ক্যাচ মিসের কারণে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হতাশা শুধু বাড়ছিলই। এর মধ্যেই ঘটল বিরল এক ঘটনা। ইবাদত হোসেনের ডেলিভারি শ্রেয়াস আয়ারের স্ট্যাম্পে আঘাত করলেও উইকেট মিলল না। কারণ বল স্ট্যাম্পে আঘাত করলেও বেল পরেনি। নিয়ম অনুযায়ী তাই নট আউট শ্রেয়াস।
বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিরল এই ঘটনা ভারতের ইনিংসের ৮৪তম ওভারে। একের পর এক ক্যাচ মিসের সুবিধা নিয়ে সেঞ্চুরির দিক এগুতে থাকা শ্রেয়াসকে সরাসরি পরাস্ত করেছিলেন ইবাদত।
ওভারের পঞ্চম বলটা হালাক সুইং করে ভেতরে ঢুকেছিল। মনে হলো শ্রেয়াসের অফস্ট্যাম্পে একটা চুমু দিয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে জমা পড়ল। স্ট্যাম্প লাইট জ্বলে উঠেছিল।
ইবাদত হোসেন, বাংলাদেশি ফিল্ডাররা এবং গ্যালারিতে থাকা দর্শকরা উল্লাস শুরু করে দিয়েছিলেন। শ্রেয়াসের চোখে তখন কিছুটা দ্বীধা! বল স্ট্যাম্পে লাগলেও যে বেল পড়েনি! অর্থাৎ নট আউট।
বাংলাদেশি ক্রিকেটাদের চোখে তখন রাজ্যের বিস্ময়। উইকেট ঘিরে দাঁড়িয়ে হয়তো একে অপরকে বলছিলেন ‘এ ও কি সম্ভব’! শ্রেয়াস আয়ার দু’কদম এগিয়ে চেতেশ্বর পুজারার কাছে এসে মৃদু হাসতে থাকলেন। ভূতুরে এই ঘটনার সময় ৭৭ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস।
তার খানিক পর চেতেশ্বর পুজারার উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৫ উইকেটে ২৭১।
সারাবাংলা/এসএইচএস