Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহানের দুই ক্যাচ মিসে হতাশার দ্বিতীয় সেশন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩৯

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের সকালটা ছিল বাংলাদেশের। শীতের মিস্টি রোদ পোহাতে পোহাতে বাংলাদেশ-ভারত টেস্ট দেখতে যে শ’দুয়েক দর্শক গ্যালারিতে হাজির হয়েছিলেন তাদের মন ভরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম, খালেদ আহমেদরা। ৪৫ রানের মাথায় ভারতের তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। সকালের মিস্টি হাসিটা মুখে লেগে থাকার কথাই ছিল। কিন্তু নুরুল হাসান সোহানের পিচ্ছিল হাতের কারণে সেই হাসি কিছুটা মলিন। দ্বিতীয় সেশনে দুটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশি উইকেটরক্ষক।

বিজ্ঞাপন

৪ উইকেটে ১৭৪ রান তুলে টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে ভারত। উইকেট চারের জায়গায় ছয় হওয়ার কথা ছিল। কিন্তু চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আয়ারের ক্যাচ ছেড়ে সেই সম্ভবনা মৃত্যু ঘটিয়েছেন সোহান। ‘জীবন’ পাওয়া দুজন ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচে এমন সিদ্ধান্ত স্বাভাবিকই। তবে ব্যাটিং পিচেও প্রতিপক্ষের বড় পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশি স্পিনাররা।

৪১ থেকে ৪৯ এই ৭ রানের ব্যবধাানে শুভমান গিল, লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে ফেরান বাংলাদেশি বোলাররা। পরে পাঁচে নামা রিশভ পন্তের পাল্টা আক্রমণের পর বেছে নিলে ৩ উইকেটে ৮৩ রানে শেষ হয় ভারতের প্রথম সেশন।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই উইকেট পেতে পারত বাংলাদেশ। ইবাদত হোসেনের নির্বিশ ডেলিভারিটা সামনের পায়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন চেতেশ্বর পুজারা। কিন্তু ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক রিশভ পন্ত। পুজারা তখন ব্যাট করছিলেন ৮৩ রানে।

৪৮ ওভারে শ্রেয়াস আয়ারের ক্যাচও ফেলেছেন সোহান। সাকিব আল হাসানের বল ঠিকভাবে খেলতে পারেননি শ্রেয়াস। তার ব্যাটের নিচের দিকের কানা স্পর্শ করে বল চলে যায় উইকেটের পেছনে। কিন্তু ক্যাচ নিতে ব্যর্থ সোহান। শ্রেয়াস তখন ব্যাট করছিলেন ৩০ রানে।

এর আগে দ্বিতীয় সেশনে রিশভ পন্তের উইকেট অবশ্য তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বলে ভারতের দলীয় ১১২ রানের মাথায় এলবিডব্লিউ হয়েছেন ৪৫ বলে ৪৬ রান করা পন্ত।

বিজ্ঞাপন

দ্বিতীয় সেশন শেষে ১১৬ বল খেলে ৪২ রানে অপরাজিত পুজারা। তার সঙ্গে ৭৭ বলে ৪১ রানে অপরাজিত শ্রেয়াস আয়ার। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

প্রথম সেশনে শুভমান গিল, লোকেশ রাহুল ও বিরাট কোহলি ফিরেছেন ৭ রানের ব্যবধানে। ইনিংসের ১৪তম ওভারে ভারতের তরুণ ওপেনার শুভমান গিলকে ফেরান তাইজুল ইসলাম। তাইজুলের লেগ স্ট্যাম্পে থাকা বলটি প্যাডেল সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি গিল। টপঅ্যাজ হয়ে বল বাতাসে ভাসে। প্রথম স্লিপ থেকে ইয়াসির আলির সেই ক্যাচ লুফে নিতে বেগ পেতে হয়নি।

খানিক বাদে খালেদ আহমেদের লেংথ বলে ইনসাইড অ্যাজ হয়ে বোল্ড লোকেশ রাহুল। রাহুল ৫৪ বলে ২২ রান করে ফেরার পরপরই বড় উল্লাসটা করেছে বাংলাদেশ। তাইজুল ইসলামের জোরের ওপর করা বলটি বিরাট কোহলির ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে।

মিডল স্ট্যাম্পে থাকায় আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার। কোহলি চেতেশ্বর পুজারার সঙ্গে পরামর্শ করে অবশ্য রিভিউ নিলেন। তবে তাতে লাভ হয়নি। ৫ বলে ১ রান করে আউট ভারতের সেরা ব্যাটার। বিনা উইকেটে ৪১ থেকে মুহূর্তেই তিন উইকেটে ৪৮ হয়ে যায় ভারত।

সারাবাংলা/এসএইচএস

নুরুল হাসান সোহান বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর