Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইকেটের পেছনে সোহানের দুই ক্যাচ মিস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ১৪:২১

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে আগে বোলিং করতে নেমে ভারতকে বেশ চেপে ধরেছে বাংলাদেশ। ৪৫ রানের মাথায় তিন উইকেট তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া বাংলাদেশ পরে আরও একটি উইকেট তুলে নিয়েছে। আউট হয়ে ফিরে গেছেন শুভমান গিল, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও রিশভ পন্ত। তবে এতোক্ষণে ফিরতে পারতেন চেতেশ্বর পুজারা, শ্রেয়াস আয়ারও। উইকেটের পেছনে এই দুজনের ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

বিজ্ঞাপন

বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচে এমন সিদ্ধান্ত স্বাভাবিকই। তবে ব্যাটিং পিচেও প্রতিপক্ষের বড় পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশি স্পিনাররা।

৪১ থেকে ৪৯ এই ৭ রানের ব্যবধাানে শুভমান গিল, লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে ফেরান বাংলাদেশি বোলাররা। পরে পাঁচে নামা রিশভ পন্তের পাল্টা আক্রমণের পর বেছে নিলে ৩ উইকেটে ৮৩ রানে শেষ হয়েছে ভারতের প্রথম সেশন।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই উইকেট পেতে পারত বাংলাদেশ। ইবাদত হোসেনের নির্বিশ ডেলিভারিটা সামনের পায়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন চেতেশ্বর পুজারা। কিন্তু ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক রিশভ পন্ত। পুজারা তখন ব্যাট করছিলেন ৮৩ রানে।

৪৮ ওভারে শ্রেয়াস আয়ারের ক্যাচও ফেলেছেন সোহান। সাকিব আল হাসানের বল ঠিকভাবে খেলতে পারেননি শ্রেয়াস। তার ব্যাটের নিচের দিকের কানা স্পর্শ করে বল চলে যায় উইকেটের পেছনে। কিন্তু ক্যাচ নিতে ব্যর্থ সোহান। শ্রেয়াস তখন ব্যাট করছিলেন ৩০ রানে।

এর আগে রিশভ পন্তের উইকেট অবশ্য তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বলে ভারতের দলীয় ১১২ রানের মাথায় এলবিডব্লিউ হয়েছেন ৪৫ বলে ৪৬ রান করা পন্ত।

সারাবাংলা/এসএইচএস

নুরুল হাসান সোহান বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ শ্রেয়াস আয়ার

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর