চট্টগ্রাম টেস্টে আগে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ০৯:০৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৯:১১
১৪ ডিসেম্বর ২০২২ ০৯:০৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৯:১১
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে আগে ব্যাটিং করবে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। চোটের কারণে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা খেলছেন না এই টেস্ট। ফলে অনুমিতভাবে সহ-অধিনায়ক লোকেশ রাহুল নেতৃত্ব দিবেন চট্টগ্রামে।
চট্টগ্রামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। ফলে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতলেও নিশ্চয় আগে ব্যাটিং নিতেন। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাটিং করা সুবিধার।
ভারতের বিপক্ষে এর আগে ১১ টেস্ট খেলে একটিতেও জিতেনি বাংলাদেশ। ভারত জিতেছে ৯ টেস্ট। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। এবার নিশ্চয় সেই বান্ধত্বটা ঘুচাতে চাইবে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস