ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
১৪ ডিসেম্বর ২০২২ ০২:৫৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৮:২৬
লুসাইল আইকনিক স্টেডিয়ামে লিওনেল মেসি ম্যাজিকের সঙ্গে চললো হুলিয়ান আলভারেজের আতংক। কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আলভারজের জোড়া গোলের সঙ্গে লিওনেল মেসির এক গোলে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা। ৩২তম মিনিটে পেনাল্টি স্পট থেকে লিওনেল মেসির এক গোল আর আলভারেজের করা দুর্দান্ত গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে নেয় আর্জেন্টিনাকে। এরপর দ্বিতীয়ার্ধে এসে লিওনেল মেসির দুর্দান্ত এক পাস থেকে ডি বক্সের ছয় গজের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ। আর তাতেই ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা।
ক্রোয়শিয়া এদিন দেখল নিজের দিনে ঠিক কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন লিওনেল মেসি। বল পায়ে দুর্দান্ত ছিলেন তিনি। আর তার সঙ্গে জ্বলে ওঠেন তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। আর সেই আগুনেই পুড়ে ভস্ম ক্রোয়াটরা। লুকা মদ্রিচদের গুঁড়িয়ে ফাইনালে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের তখন ৩১তম মিনিটের খেলা চলছে। মধ্যমাঠ থেকে এনজো ফার্নান্দেজের পাওয়া দারুণ এক থ্রু বলে প্রতি আক্রমণে ওঠেন হুলিয়ান আলভারেজ। বল নিয়ে ক্রোয়েশিয়ার ডি বক্সে ঢুকে শট নেওয়ার আগে গোলরক্ষক লিভাকোভিচের ধাক্কায় পড়ে যান তিনি। আর তাতেই রেফারি লেভাকোভিচকে হলুদ কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশিও বাজান। এরপর স্পটকিক থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। আর আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।
এর মাত্র মিনিট পাঁচেক পর ডি বক্সের সামনে থেকে বল পেয়ে প্রতি আক্রমণে ওঠে আর্জেন্টিনা। মধ্যমাঠ থেকে ক্রোয়াট খেলোয়াড়দের ড্রিবল করে বেরিয়ে ডি বক্সে ঢুকে পড়েন আলভারেজ। আর এরপর লিভাকোভিচের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দুর্দান্ত এক গোল করেন আলভারেজ। আর তাতেই আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে যায়।
ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়াকে চেপে ধরে আর্জেন্টিনা। বল দখলে রাখার লড়াইটাও ক্রোয়াট মিডফিল্ডারদের বিরুদ্ধে ভালোই করতে থাকে লিওনেল মেসিরা। তবে দারুণ আক্রমণ করতে থাকে ক্রোয়েশিয়াও। ১০ মিনিটের মাথায় পেরিসিচের লম্বা করে বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকেও রোমেরোর সঙ্গে বল দখলের লড়াইয়ে হেরে যান পাসালিচ।
১৪তম মিনিটে এনজো ফার্নান্দেজের দারুণ এক পাস ধরে এগিয়ে যান মেসি। ডি বক্সের ভেতর দারুণভাবে বল জিতে নেন গাভারডিওল। মেসি পেনাল্টি দাবি করলেও রেফারি জানিয়ে দেন বল স্পষ্টভাবে জিতে নিয়েছেন গাভারডিওল।
এরপর দারুণ এক আক্রমণ সাজায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে লুকা মদ্রিচ এগিয়ে গিয়ে জুরানোভিচকে পাস দেন। এরপর জুরানোভিচ ক্রস করলে সেই ক্রস কর্নারের বিনিময়ে ফেরায় আর্জেন্টিনার রক্ষণ। অবশ্য কর্নার থেকেও কিছু করতে পারেনি ক্রোয়াটরা।
২৫তম মিনিটে এসে টাগলিয়াফিকো বাঁ দিক থেকে দারুণ এক আক্রমণ করেন। ক্রসও বাড়ান দারুণ একটি তবে ডি বক্সের ভেতর কেউ না থাকায় বিপদ বাড়েনি ক্রোয়েশিয়ার।
এরপর ম্যাচের ৩২ আর ৪০তম মিনিটে মেসি ও আলভারেজের দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে আরও ভয়ংকর হয়ে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে ক্রোয়েশিয়ার ডি বক্সে। এর মধ্যেই মেসি-আলভারেজ জুটির দুর্দান্ত কম্বিনেশনে আরও এক দুর্দান্ত গোল পেয়ে আলবেসিলেস্তেরা।
৫৮তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ তৈরি করেন মেসি। তবে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে শট নিতে গিয়ে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি, ঠেকিয়ে দেন লিভাকোভিচ। তিন মিনিট পর অন্যপাশের ডি বক্সে সুযোগ তৈরি করে ক্রোয়েশিয়া। তবে জটলার মধ্যে ঠিকঠাক হেড নিতে পারেননি লভরেন।
ম্যাচের ৬৯ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে ডান পাশ দিয়ে ক্রোয়াট রক্ষককে এলোমেলো করে দিয়ে বল নিয়ে ঢুকলেন মেসি। এরপর গাভারডিওলকে কাটাতে বল নিয়ে গেলেন একেবারে সীমানার কাছাকাছি। সেখান থেকে কাট ব্যাক করে আলভারেজকে পাস বাড়ালেন। এই গোল নষ্ট করার লোক আলভারেজ নন। সেই পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন আলভারেজ।
এরপরও একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। তবে চতুর্থ গোল আর পায়নি। তবে তাতেও মন এতটুকুই ক্ষুণ্ণ করেনি আলবেসিলেস্তেরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটে লিওনেল মেসিরা।
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি সেমিফাইনাল