Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৩৯

চট্টগ্রাম থেকে: ম্যাচের আগে একাদশ নিয়ে ধারণা দেওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সংস্কৃতিতে বড্ডই বিরল। তবে বিভিন্ন প্রসঙ্গে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগের দিন একাদশ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। তরুণ ওপেনার জাকির হাসানের অভিষেক হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্টে। তার সঙ্গে ওপেনিংয়ে থাকবেন অপর তরুণ মাহমুদুল হাসান জয়। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানোর ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

আগামীকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন জাকির, জয়, সোহানদের একাদশে থাকার নিশ্চয়তা দিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল। তার বদলে একজন ওপেনারকে নিতেই হতো। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা জাকিরকে ডাকা হয়েছিল স্কোয়াডে। ২৪ বছর বয়সী জাকিরের কাল একাদশে থাকাও নিশ্চয়তাও দিলেন রাসেল ডমিঙ্গো।

আজ ম্যাচপূর্ণ সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘জাকিরকে নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। দারুণ প্রাণচঞ্চল। ঘরোয়া ক্রিকেটে কি করেছে সে সম্পর্কে আমি অবগত। বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছে। ব‌্যাটিংয়ে তার রান খোঁজার প্রক্রিয়া আমার মনে ধরেছে। অনেকটাই তামিমের মতোই মনে হয় তাকে। সুন্দর এবং ইতিবাচক। আশা করছি আগামীকাল খুব ভালো এবং দ্রুত রান তুলতে পারবে সে।’

তরুণ মাহমুদুল হাসান জয় সম্প্রতি অফ ফর্মে ভুগছেন। গত ১০ ইনিংসে তার হাফ সেঞ্চুরি ১টি। উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারছেন না তরুণ ওপেনার। তার বিকল্প নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাববে কিনা সে আলোচনা চলছিল। তবে জয়কে আরও সুযোগ দেওয়ার পক্ষে বাংলাদেশ।

জয়ের দূর্বলতার বিষয়টিও অবশ্য মাথায় আছে ডমিঙ্গো। সেট হয়েও জয়ের বড় ইনিংস না খেলতে পারা নিয়ে ডমিঙ্গো বলছিলেন, ‘এটা উদ্বেগের। সে ২০-৩০ রানে বেশ কয়েকবারই আউট হয়েছে। এটা নিয়ে সে নিজেও চিন্তিত এবং আমরা নিজেরাও এটা নিয়ে কথা বলেছি।’

অফ ফর্মের কারণে তরুণ উইকেটরক্ষক নুরুল হাসান সোহান সম্প্রতি ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। তবে টেস্টে সোহানের ওপর আস্থা রাখছে বাংলাদেশ। উইকেটের পেছনে তার উপস্থিতিতে বাড়তি সুবিধা দেখছেন ডমিঙ্গো।

বিজ্ঞাপন

বাংলাদেশ কোচ বলেন, ‘সোহান ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। দারুণ সামর্থ‌্য দেখিয়েছে। সে ভালো একজন কিপারও। উইকেটের পেছনে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ চরিত্র প্রদর্শন করে। বেশ কথা বলে। একাদশে তার জায়গা প্রাপ‌্য। আমি কিপার হিসেবে তাকে দলে পেতে চাই। তার টেস্ট গড়ও ৪০ এর আশেপাশে (আসলে ২৮.১৬)। কিন্তু সে ভালো করেছে। আমরা তাকে নিয়েই নামবো।’

অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে হালকা শঙ্কা ছিল। পাঁজরে চোটের কারণে হাসপাতালে গিয়েছিলেন সাকিব। তবে হাসপাতাল থেকে ফিরে যতোক্ষণ ধরে স্বাচ্ছেন্দে ব্যাটিং অনুশীলন করলেন তাতে মনে হচ্ছে না কাল মাঠের বাইরে থাকবে সাকিব।

সদ্য টেস্ট অধিনায়কত্ব হারানো মুমিনুল হকের সম্প্রতি যা পারফরম্যান্স তাতে তাকে একাদশে দেখতে পাওয়ার সম্ভবনা কম। এছাড়া ব্যাটিং লাইনআপে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসরা অনুমিতভাবেই থাকছেন।

অধিক ওয়ার্কলোডের কথা চিন্তা করে তাসকিন আহমেদের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। তাসকিনের অনুপস্থিতিতে পেস আক্রমণে ইবাদত হোসেন, খালেদ আহমেদ মোটামুটি নিশ্চিত। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে থাকার কথা মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ মুমিনুল হক সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর