চট্টগ্রামে বাংলাদেশ-ভারত টেস্ট দেখা যাবে ১০০ টাকায়
১২ ডিসেম্বর ২০২২ ১৭:৫৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১৮:০২
চট্টগ্রাম থেকে: বাংলাদেশ-ভারতের মধ্যকার চট্টগ্রাম টেস্টের টিকেটমূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে দু’দলের সিরিজের প্রথম ম্যাচটি।
সোমবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে টিকেটমূল্য জানিয়ে দিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকেটমূল্য ১০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২০০ টাকা। ক্লাব হাউজের টিকেটমূল্য ৩০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে ৫০০ ও রুফ টপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ডে টিকেটমূল্য ১০০০ টাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। টিকেট পাওয়া যাবে আগামীকাল ১৩ ডিসেম্বর থেকে। ১৩ তারিখ এবং ম্যাচের দিনগুলোতে সকাল ৯টা থেকে ৫টা অবধি পাওয়া যাবে টিকেট। টিকেট কেনা যাবে সাগরিকার বিআইটিএসি সার্কেলের কাছে ও এমএ আজিজ স্টেডিয়ামের কাউন্টার থেকে।
ভারতের বিপক্ষে এর আগে ১১ টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় মিলেনি একটিও। এবার নিশ্চয় সেই বান্ধত্ব দূর করতে চাইবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের পর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।
সারাবাংলা/এসএইচএস