Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে তারা বিশ্বকাপের সেমিফাইনালে—

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২ ১৬:৫০

কাতার বিশ্বকাপের শেষ ঘনিয়ে আসছে। ৩২ দল থেকে এখন বাকি আর মাত্র চার দল। কোয়ার্টার ফাইনাল শেষে দুইদিনের বিরতির পর ১৪ ডিসেম্বর রাতে মাঠে গড়াচ্ছে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। আর অপর সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের লড়াই ইতিহাস গড়া মরক্কোর সঙ্গে। ফ্রান্স মরক্কোর লড়াইয় পরের দিন ১৫ ডিসেম্বর। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

বিজ্ঞাপন

একনজরে সেমিফাইনালের সময়সূচি—

১৪ ডিসেম্বর: আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, রাত ১টা, লুসাইল স্টেডিয়াম

১৫ ডিসেম্বর: ফ্রান্স বনাম মরক্কো, রাত ১টা, আল বায়াত স্টেডিয়াম।

কাতার বিশ্বকাপের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে উত্তেজনা। শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ব্রাজিলের গোল হজম। এরপর অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারে হেরে বিদায় সেলেকাওদের। আর রাত ১টায় এসে ছড়াল আরও বেশি উত্তেজনা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে দুই গোল হজম করে আর্জেন্টিনা। আর তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর অতিরিক্ত সময় গড়িয়ে খেলা টাইব্রেকারে। আর টাইব্রেকারে ডাচদের হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে আলবেসিলেস্তেরা। এতেই নিশ্চিত হয়ে যায় ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনালের লড়াই।

টাইব্রেকারে ব্রাজিলের হেক্সার স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে ক্রোয়েশিয়া

বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ব্রাজিলকে গোটা ম্যাচ জুড়ে আটকে রেখেছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ৯টি সেভ দিয়ে ব্রাজিলের আক্রমণভাগকে নিষ্ক্রিয় করে রাখেন একাই। আর তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। গোটা ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা এক নেইমারেরই তিনটি শট রুখে দেন লিভাকোভিচ। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে এসে লিভাকোভিচ আর আটকে রাখতে পারেনি সাম্বা নৃত্যকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে লুকাস পাকুয়েতার কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর ক্রোয়াট গোলরক্ষকে কাটিয়ে দারুণ এক গোল করেন নেইমার জুনিয়র। ঠিক যখনই ব্রাজিলিয়ানদের সাম্বা নৃত্যের জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই ক্রোয়াটদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ম্যাচের ১১৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে দুর্দান্ত এক গোল করে ক্রোয়াটদের সমতায় ফেরান ব্রুনো পেটকোভিচ। আর তাতেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

বিজ্ঞাপন

টাইব্রেকারে ডাচ প্রত্যাবর্তন রুখে সেমিতে আর্জেন্টিনা

নেদারল্যান্ডসের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় শেষ হয় আর্জেন্টিনার নির্ধারিত ৯০ মিনিট। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও কেউই পায়নি গোলের দেখা। এতেই ম্যাচের ফলাফলের জন্য গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ডাচেদের প্রত্যাবর্তন রুখে সেমিফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিতে যায় আলবেসিলেস্তেরা।

নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর অতিরিক্ত সময়ে দুর্দান্ত আর্জেন্টিনার রক্ষণে আটকে যায় ডাচ প্রত্যাবর্তন। অতিরিক্ত সময়ে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। তবে কিছুতে ভাঙতে পারছিল না ডাচ রক্ষণ। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে এসে দুর্দান্ত এক শট নেন এনজো ফার্নান্দেজ। তার শট ডাচ রক্ষণ পরাস্ত করলেও গোলপোস্টে লেগে ফিরে আসে। আর তাতেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

২১তম দিনে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। দিনের প্রথম ম্যাচে পর্তুগালকে হারিয়ে ইতিহাস রচনা করল মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল ওঠার ইতিহাস গড়ে। এরপর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে উত্তেজনা ছড়ানো ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচ। ছিল ফাইনালের আগেই আরেক ফাইনাল। ম্যাচের মুহূর্তে মুহূর্তে উত্তেজনা ছড়ায়। তবে ম্যাচের শেষ দিকে হ্যারি কেইন পেনাল্টি মিস করায় সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। আর তাতেই জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ফ্রান্স।

পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে এসে নতুন করে আরও এক ইতিহাস লিখল মরক্কো। পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে নাম লেখালো মরক্কো।

মরক্কোর অবিশ্বাস্য সময় চলছেই। ইতিহাস গড়ে ইতোমধ্যেই খেলছে কোয়ার্টার ফাইনাল। আর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে এসে পর্তুগালের বিপক্ষে ম্যাচের প্রথার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের ৪২তম মিনিটে ইউসেফ এন নেসরির গোল করেন। আর দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে না পারায় হেরে বিদায় নেয় পর্তুগাল। আর ইতিহাস রচনা করে মরক্কো

কেইনের পেনাল্টি মিস, ইংলিশদের হারিয়ে সেমিতে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালের হ্যাভিওয়েট ম্যাচে লড়াই দুই দলই করেছে হাড্ডাহাড্ডি। তবে ফ্রান্সের কাছে ইংলিশদের এমন হারে পুরো দায়টা বর্তেছে অধিনায়ক হ্যারি কেইনের কাঁধে। ম্যাচের তখন ৮৪তম মিনিট, ইংল্যান্ড ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে। আর ঠিক সেই মুহূর্তেই পেনাল্টি পায় ইংল্যান্ড। এর আগে স্পটকিক থেকেই গোল করে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়েছিলেন কেইন। আর শেষ মুহূর্তে ইংল্যান্ড আবারও পিছিয়ে পড়লে আবারও কেইনের সামনে পেনাল্টি। এখান থেকে গোল করতে পারলে ম্যাচে আবারও সমতায় ফিরবে ইংলিশরা। তবে এবার স্পটকিক নিতে এসে গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন কেইন। আর তাতেই সমতায় ফেরা হয়নি ইংলিশদের। আর শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে বিদায় নিতে হয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। অন্যদিকে ফ্রান্স দুর্দান্ত জয়ে টিকিট কাটে সেমিফাইনালের।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর