ডাবল সেঞ্চুরি করেও দলে অনিশ্চিত!
১১ ডিসেম্বর ২০২২ ১৫:২৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৬:০৭
চট্টগ্রাম থেকে: বাস্তবতা মেনে নিতেই হয়। তবে কিছু বাস্তবতা বড্ড কঠিন। ইশান কিশানের কথাই ধরুণ। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়েই তুলে নিয়েছেন বিশ্বরেকর্ড গড়া এক ডাবল সেঞ্চুরি। তবুও কিনা তাকে ভাবতে হচ্ছে, আগামী ম্যাচে ভারতের একাদশে সুযোগ মিলবে তো?
ভারতের এতো এতো ক্রিকেটারের ভীড়ে জাতীয় দলে সুযোগ পাওয়া সহজ বিষয় নয়। ওপেনার কিশানের জন্য প্রতিযোগিতাটা আরও কঠিন। ভারতের ওয়ানডে দলে ওপেনিং করেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। একজন দলের অধিনায়ক, অন্যজন সহ-অধিনায়ক।
শিখর ধাওয়ানের মতো ওপেনার নিয়মিত সুযোগ পান না। তাদেরকে ভেদ করে ওপেনার হিসেবে ভারতীয় দলে জায়গা পাওয়া সহজ বিষয় না। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আগের ম্যাচে চোট না পেলে হয়তো এই যাত্রায়ও মাঠে নামার সুযোগ পেতেন না।
সুযোগ পেয়ে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করেও তাই কিশানের পরবর্তী ম্যাচে একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা। কিশানও জানেন বাস্তবতাটা। মুখে তাই খুব বেশি কিছু তাই বলতে চাইলেন না। কী দরকার মুখে বলা, ২৪ বছর তরুণের ব্যাট তো কথা বলছেই।
ডাবল সেঞ্চুরি করেও পরবর্তী ম্যাচে একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা, এমন প্রশ্নে কিশান বলছিলেন, ‘আমি জানি না (পরের ম্যাচে সুযোগ পাবো কিনা)। আমি এসব নিয়ে চিন্তাও করি না। আমার হাতে যেটা আছে, আমি যখনই সুযোগ পাবো ভালো করার চেষ্টা করবো। আমি কথা বলতে চাই না। ব্যাট আমার হয়ে কথা বলুক। এটিই ঠিক করে দেবে, আমার জায়গা হবে কি না। অবশ্য এখন তো ২০০ করে ফেললাম। তো দেখা যাক, কী হয়।’
বছর দেড়েকের ওয়ানডে ক্যারিয়ারে সুযোগ পেয়েছেন ১০টি ওয়ানডে খেলার। এই ম্যাচগুলোও খেলেছেন ভারতের ‘দ্বিতীয়’ দলের হয়ে। ইদানিং একই সময়ে দুই দেশে দুই সিরিজ খেলছে ভারত। মূল দল বড় দলের বিপক্ষে খেললে অন্য একটি দলকে পাঠানো হচ্ছে তুলনামূলক কম শক্তিধর দলের বিপক্ষে খেলতে। কিশান মূলত সেই ‘দ্বিতীয়’ দলের হয়েই কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
মূল দলের হয়ে খেলার সুযোগ পেলেন এবারই প্রথম। সুযোগ পেলে তা লুফে নিতে হবে, এটাই কিশানের মূল কথা, ‘আমরা ম্যাচ খেলছি নিয়মিত এটা ভালো দিক। সিনিয়রদের দলে এসেছি সেটাও ভালো দিক। প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাইনি। এখানে খেলার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। যখনই আপনি সুযোগ পাবেন আপনাকে সর্বোচ্চটা গ্রহণ করতে হবে। এ পর্যায়ে সুযোগ কাজে লাগানোটাই বড়। সুযোগই তো আসে অনেক কম। বড় খেলোয়াড় তখনোই বড় হয়, যখন এমন সুযোগগুলো কাজে লাগায়।’
কাল বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাত্র ১২৬ বলে দুইশ রান পূর্ণ করে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছেন কিশান। শেষ পর্যন্ত ফিরেছেন ১৩১ বলে ২১০ রান করে। চার মেরেছেন ২৪টি, ছক্ক ১০টি।
সারাবাংলা/এসএইচএস