Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২ ২২:৫৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২৩:১০

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে এসে নতুন করে আরও এক ইতিহাস লিখল মরক্কো। পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে নাম লেখালো মরক্কো।

মরক্কোর অবিশ্বাস্য সময় চলছেই। ইতিহাস গড়ে ইতোমধ্যেই খেলছে কোয়ার্টার ফাইনাল। আর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে এসে পর্তুগালের বিপক্ষে ম্যাচের প্রথার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের ৪২তম মিনিটে ইউসেফ এন নেসরির গোল করেন। আর দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে না পারায় হেরে বিদায় নেয় পর্তুগাল। আর ইতিহাস রচনা করে মরক্কো

বিজ্ঞাপন

মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নামা পর্তুগাল। একের পর এক দারুণ সব আক্রমণ করতে থাকে পর্তুগিজরা। ম্যাচের চতুর্থ মিনিটে ডান দিক থেকে ফ্রি কিক পায় পর্তুগাল। ফ্রি কিক থেকে বাড়ানো বলে জাও ফেলিক্স হেড করলেও তা অসাধারণ সেভ দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনু। এরপর ম্যাচের ৫ মিনিটে প্রতি আক্রমণে ওঠে মরক্কো আর প্রতি আক্রমণ কর্নারের বিনিময়ে ঠেকায় পর্তুগাল। এরপর কর্নার থেকে এন নেসরি দারুণ হেড করলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর নিজেদের কিছুটা গুছিয়ে নিয়ে দারুণ খেলতে শুরু করে মরক্কো। একের পর এক আক্রমণে পর্তুগিজদের ব্যস্ত রাখে রক্ষণে। ৩৪তম মিনিটে বাঁ দিক থেকে বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে শট করেন সেলিম আমাল্লাহ। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। এরপর ৩৮ মিনিটের মাথায় জাও ফেলিক্সের দারুণ এক শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

এরপর ম্যাচে লিড নিয়ে নেয় মরক্কো। ৪২তম মিনিটে বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস ঠেকাতে গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন পর্তুগিজ গোলরক্ষক। তবে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। আর লাফিয়ে উঠে সেই বল হেড করে জালে জড়ান এন নেসরি। এতেই মরক্কো এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ফিরেই আক্রমণাত্মক খেলতে শুরু করে পর্তুগাল। ৫০তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামান পর্তুগিজ কোচ। মাঠে নেমেই বাম দিকে থেকে ক্রস করেন তিনি। তবে তা নিজের গ্লাভসে নেন ইয়াসিন বনু। ম্যাচের ৫৮ মিনিটে বাম দিকে থেকে বাড়ানো বলে হেড করেন গঞ্জালো রামোস। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে। এরপর ৬৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন ব্রুনো ফার্নান্দেজ। তবে তা অল্পের জন্য চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৬৮তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজ দারুণ এক বল ক্রস করেন ডি বক্সে তবে কেউই সেখান থেকে মাথা ছোঁয়াতে পারেননি। এরপর একের পর এক আক্রমণ করলেও মরক্কোর রক্ষণ ভাঙতে পারেনি পর্তুগিজরা। উল্টো বেশ কয়েকবার প্রতি আক্রমণ করে মরক্কো। কিন্তু সেখান থেকে সুবিধা করতে পারেনি মরক্কো। ম্যাচের ৮২ মিনিটে রোনালদোর পাস থেকে শট করেন জাও ফেলিক্স তবে তা অসাধারণ সেভে দলের লিড ধরে রাখেন ইয়াসিন বনু। দুই মিনিট পর দারুণ এক ফ্রিকিক ডি বক্সের বাইরে পায় পর্তুগাল কিন্তু সেখান থেকেও কেউ পারেননি লক্ষ্যভেদ করতে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ে ডি বক্সের ভেতর থেকে দারুণ শট নেন ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু তা রুখে দেন বনু। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ওয়ালিদ চেদীরা। এতে ১০ জনের দল হয়ে পড়ে মরক্কো। এরপর আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেললেও আর কোনো গোল পায়নি পর্তুগাল। এতেই বিদায় নিশ্চিত হয় পর্তুগিজদের। আর বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে ওঠে মরক্কো।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল পর্তুগাল বনাম মরক্কো ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর