ভণ্ডুল ব্যাটিংয়ে বাংলাদেশের ২২৭ রানের হার
১০ ডিসেম্বর ২০২২ ১৯:১৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৯:২১
চট্টগ্রাম থেকে: কথায় আছে ‘শেষ ভালো যার, সব ভালো তার’। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষটা একদমই ভালো হলো না বাংলাদেশের। ইশান কিশান ও বিরাট কোহলির ব্যাটিং শো’তে আগে ব্যাটিং করে ৪০৯ রানের পাহাড়সম স্কোর গড়েছিল ভারত। পরে মাত্র ১৮২ রানেই গুটিয়ে গিয়ে ২২৭ রানে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। ভারতের ব্যাটিংয়ের সময় সেটা দারুণভাবে ফুটে উঠেছেও। মনে করা হচ্ছিল, হারলেও ভারতের বিশাল স্কোরের জবাব দিতে নেমে বাংলাদেশের স্কোরটাও বড়ই হবে। কিন্তু বাজে ব্যাটিংয়ে দুইশর আগেই শেষ স্বাগতিকরা।
৫০ বলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন সাকিব আল হাসান। ২৬ বলে ২৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস। ওপেনার লিটন যতক্ষণ ক্রিজে ছিলেন ততোক্ষণই কেবল মনে হলো রানের পেছনে ছুটছে বাংলাদেশ। বাকি সময়ে শুধু হারের ব্যবধান কমানোতেই খেলেছে স্বাগতিকরা।
শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ৪০৯ রানের জবাব দিতে নেমে ৭ বলে ৮ রান করা ওপেনার এনামুল হক বিজয়কে দলীয় ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এরপর তিনে নামা সাকিব আল হাসান এবং লিটন দাস বেশ ভালোই খেলছিলেন।
দলীয় ৪৭ রানের মাথায় লিটন মোহাম্মদ সিরাজের বলে মিস টাইমিংয়ে ক্যাচ আউট হয়ে ফিরলে গতি হারায় বাংলাদেশ ইনিংসে। এরপর আর কখনোই চোখে চোখ রেখে লড়তে পারেনি বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিম আজও ব্যর্থ। ১৩ বলে ৭ রান করে ফিরেছেন। ইয়াসির আলি রাব্বি (৩০ বলে ২৫ রান) ও মাহমুদউল্লাহ (২৬ বলে ২০ রান) বেশ ভালোভাবে এগুলেও ইনিংস বড় করতে পারেননি।
হাফ সেঞ্চুরির সামনে থাকা সাকিব আল হাসান কুলদ্বীপ যাদবের বলে আলগা শট খেলে পঞ্চম ব্যাটার হিসেবে ফিরেছেন দলীয় ১২৪ রানের মাথায়। এরপর তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান শেষ উইকেটে জুটিতে একটু বিনোদোন দিয়েছেন এই যা!
দুজনের ২৬ বলে ৩৩ রানের জুটিতে মোস্তাফিজ ১৭ বলে দুই চারে করেছেন ১৩ রান। তাসকিন দুই ছয়ে ১৬ বলে করেছেন ১৭ রান। ৩৪ ওভারে ১৮২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ভারতের হয়ে ৩০ রানে তিন উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর।
এর আগে টস জিতে প্রথমে বোলিং করতে নেমে ইশান কিশান ও বিরাট কোহলির ‘ব্যাটিং শো’ দেখেছে বাংলাদেশের বোলিং আক্রমণ। ‘ভাগ্যক্রমে’ একাদশে জায়গা পাওয়া কিশান অসাধারণ এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। মাত্র ১২৬ বলে দুইশ রান পূর্ণ করা কিশান শেষ পর্যন্ত আউট হয়েছেন ২১০ রানে। বিরাট কোহলি ৯১ বলে করেছেন ১১৩ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানে থেমেছে ভারত।
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দলীয় ১৫ রানের মাথায় শিখর ধাওয়ান (৩) ফিরলে মনে হচ্ছিল অধিনায়কের সিদ্ধান্ত বুঝি যথার্থই প্রমাণ করবেন বোলাররা!
চেপে ধরার সুযোগ অবশ্য বোলাররা তৈরি করেছিলেনও। মেহেদি হাসান মিরাজের বলে তিনে বিরাট কোহলি ক্যাচ তুলে দিয়েছিলেন ব্যক্তিগত ৬ রানের মাথায়। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। তখন কোহলি ফিরলে নিশ্চয় চাপে থাকত ভারত। কিশানকেও শুরুর দিকে স্বচ্ছন্দ মনে হচ্ছিল না।
তবে বাংলাদেশি ফিল্ডার ক্যাচ ছাড়ার পর ‘জীবন’ পাওয়া কোহলি আর ভুল করেননি। অপর দিকে আক্রমণাত্মক খেলে খেলাটাকে নিয়েদের আয়ত্বে নিয়েছেন কিশান।
বছর দেড়েকের ক্যারিয়ারে দশ ওয়ানডে খেলার সুযোগ পাওয়া কিশান সেঞ্চুরি পূর্ণ করেছেন ৮৫ বলে। ততোক্ষণে উইকেট আর বাংলাদেশি বোলারদের পড়ে ফেলা কিশান সেঞ্চুরি পর আরও ভয়ঙ্কর হয়েছেন। ১০০ থেকে ২০০ পর্যন্ত যেতে কিশান খেলেছেন মাত্র ৪১ বল। তার ১৩১ বলে২১০ রানের ইনিংসটিতে চারের মার ২৪টি, ছক্কা ১০টি।
বিরাট কোহলিও ‘জীবন’ পাওয়ার পর খেলেছেন দুর্দান্ত। ৫৪ বলে ফিফটি পূর্ণ কোহলি সেঞ্চুরি পূর্ণ করেছেন ৮৫ বলে। শেষ পর্যন্ত ৯১ বলে ১১টি চার ২টি ছয়ে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হয়েছেন। দ্বিতীয় উইকেটে ১৯০ বলে ২৯০ রান তুলেছেন কিশান-কোহলি।
এই দুজন ফেরার পর অবশ্য ভারতের মিডল অর্ডারকে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে শেষ দিকে ভারতকে চাপেই রেখেছিলেন সাকিব আল হাসান, ইবাদত হোসেনরা। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
সারাবাংলা/এসএইচএস
ইশান কিশান বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ বিরাট কোহলি লিটন দাস সাকিব আল হাসান