সিরিজ হারের ম্যাচে তিন ক্রিকেটারকে হারাল ভারত
৭ ডিসেম্বর ২০২২ ২১:৫২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ২১:৫৫
শেষ মুহূর্তের টান টান উত্তেজনা শেষে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেটা ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিল টাইগাররা। এদিকে সিরিজ হারের সঙ্গে দুঃসংবাদও পেল ভারত। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিন ক্রিকেটার।
ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে পারবেন না ভারতের তিন ক্রিকেটার রোহিত শর্মা, দ্বীপক চাহার ও কুলদ্বীপ সেন। দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।
আজ বুধবার (৭ মিরপুর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান রোহিত। বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে এনামুল হক বিজয়ের ক্যাচ নিতে গিয়ে ব্যথা পান ভারতীয় অধিনায়ক।
পরে হাসপাতালে নেওয়া হয় স্ক্যান করাতে। হাসপাতাল থেকে ফিরে অবশ্য ব্যাটিং করেছেন রোহিত। নয় নম্বরে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৫১ রান করে দলকে জয়ের কাছাকাছিও নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য দলকে জেতাতে পারেননি। ম্যাচ শেষে জানা গেল ইনজুরির সংবাদ।
সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে পারবেন না রোহিত। আজই ফিরে যাবেন মুম্বাইয়ে। যাতে তৃতীয় ওয়ানডে খেলা হচ্ছে না তার। টেস্ট সিরিজ খেলতে পারবেন কিনা সেটা নির্ভর করছে তার সেড়ে উঠার ওপর।
চোটের কারণে আজ খেলতেই নামেননি পেসার কুলদ্বীপ সেন। দ্বীপক চোট পেয়েছেন আজকের ম্যাচে। জানা গেল, সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না এই দুজনও।
সারাবাংলা/এসএইচএস