যেভাবে তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে—
৭ ডিসেম্বর ২০২২ ১০:৩০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১১:৫৮
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হলো ৬ ডিসেম্বর। এর মধ্যেই নির্ধারণ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের আট দল। অনুমেয়ভাবেই উঠে এসেছে বিশ্বকাপে ফেভারিটের তকমা পাওয়া বেশিরভাগ দলই। তবে চমক জাগিয়েছে কেবল একটি দল। শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের মতো ফুটবল পরাশক্তিকে কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইতিহাস গড়া মরক্কো। এছাড়া নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড আর মরক্কোর সঙ্গে জায়গা করে নিয়েছে পর্তুগাল।
প্রথম কোয়ার্টার ফাইনাল—
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচে মুখোমুখি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া আর পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টারের টিকিট পায় ক্রোয়েশিয়া আর দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে জায়গা করে নেয় ব্রাজিল।
জাপানের স্বপ্নযাত্রা টাইব্রেকারে থামিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের জার্মানি ও স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় জাপান। আর শেষ ষোলোয় নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়েও ফলাফল না আসলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার গোলরক্ষক একা হাতে রুখে দেন জাপানের তিনটি পেনাল্টি। দমিনিক লিভাকোভিচের বীরত্বে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটে ক্রোয়েশিয়া।
ব্রাজিলের রুদ্রমূর্তি দেখলো দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেছিল ব্রাজিল। আর তাতেই নানান আলোচনার জন্ম দেয় সেলেকাওরা। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র তিন গোল করা ব্রাজিলের গোলের অভাবও দৃষ্টি কেড়েছিল সমালোচকদের। তবে নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সব সমালোচনার জবাব দিল সেলেকাওরা। আর শেষ ষোলোতেই কোরিয়া দেখলো ব্রাজিলের রুদ্রমূর্তি।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল—
কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করে আর্জেন্টিনা। যদিও অনাকাঙ্খিতভাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায় আলবেসিলেস্তেরা। তবে এরপর নিজেদের ছন্দে ফিরেছে তারা। গ্রুপ পর্বের দুই ম্যাচ আর শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচসহ টানা তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লিওনেল মেসিরা। অন্যদিকে কম যাচ্ছে না নেদারল্যান্ডসও। গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে ডাচরা। শেষ ষোলোতেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দারুণ ফুটবল খেলেছে ডাচরা। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে।
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস
কাতার বিশ্বকাপের নক আউট পর্ব শুরু হলো নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে। আর প্রথম ম্যাচেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে নেদারল্যান্ডস। মেমফিস ডিপাই, ডেলি ব্লিন্ড আর ডামফ্রাইসের গোলে ৩-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ডাচরা।
শেষ ষোলোর প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করে যুক্তরাষ্ট্র। শক্তিতে এগিয়ে থাকা নেদারল্যান্ডসকে ভালোই টেক্কা দিচ্ছিল আমেরিকানরা। ম্যাচের ৩ মিনিটে সহজ সুযোগ পায় যুক্তরাষ্ট্র। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় ক্রিস্টিয়ান পুলিসিক। এরপরও বেশ কিছু আক্রমণ করে তারা। কিন্তু গোলের দেখা পায়নি যুক্তরাষ্ট্র।
অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। ৩৫তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিওনেল মেসি। এরপর ৫৭তম মিনিটে অস্ট্রেলিয়ান গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। ৭৭তম মিনিটে এনজো ফার্নান্দেজের আত্মঘাতি গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ওই ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আলবেসিলেস্তেরা।
তৃতীয় কোয়ার্টার ফাইনাল—
কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে চমক জাগানো দল মরক্কো। গ্রুপ পর্বে ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামকে হারিয়ে আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় মরক্কো। আর শেষ ষোলোতে এসে শক্তিশালী স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই উঠে আসে তারা। অন্যদিকে এবারের টুর্নামেন্টের ডার্কহর্স উপাধি পাওয়া পর্তুগাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও শেষ ষোলোতে সুইজারল্যান্ডকে ৬-১ গোলের ব্যবধানে উড়িয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে। দুর্দান্ত খেলতে থাকা এই দুই দলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (১০ ডিসেম্বর) আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায়।
টাইব্রেকারে বনুর বীরত্বে স্পেনকে হারিয়ে কোয়ার্টারে মরক্কো
কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো মুখোমুখি হয় স্পেনের। নক আউট পর্বের ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মীমাংসা হয়নি নির্ধারিত ৯০ মিনিটে। আর তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেখানেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি। আর তাতেই ম্যাচের ফলাফল মীমাংসার জন্য খেলা গড়ায় টাইব্রেকারে।
সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
সুইজারল্যান্ডের বিপক্ষে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়ে বড় চমক দেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। আর রোনালদোকে বেঞ্চ বসিয়ে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল পর্তুগাল।
চতুর্থ কোয়ার্টার ফাইনাল—
কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবীদার হিসেবেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স আর গতবারের সেমিফাইনালিস্ট ইংল্যান্ড। গ্রুপ পর্বে ডেনমার্ক, অস্ট্রেলিয়াকে হারালেও তিউনিশিয়ার কাছে হেরে বসে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে শেষ ষোলোর ম্যাচে ঠিকই পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে কোয়ার্টার নিশ্চিত করে ফ্রান্স। দলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে কম যায়নি ইংলিশরাও। বিশ্বকাপের গ্রুপ পর্বে ৯ গোল করা ইংলিশরা শেষ ষোলোতে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে কাটে কোয়ার্টার ফাইনালের টিকিট। এবার কাতার বিশ্বকাপের সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে শনিবার (১০ ডিসেম্বর) আল বায়েত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
সেনেগালকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে একটি করে গোল করেন জর্ডান হ্যান্ডারসন, হ্যারি কেইন এবং বুকায়ো সাকা। ম্যাচের শুরু থেকে ইংল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করে সেনেগাল। দারুণ সব আক্রমণে ইংল্যান্ডকে ব্যস্ত রাখে সেনেগাল তবে পাল্টা আক্রমণও করছিল ইংল্যান্ড। প্রথম দিকে ইংল্যান্ড রক্ষণ ঠিক রেখে সেনেগালের আক্রমণ রুখেছে।
পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে কোয়ার্টারে ফ্রান্স
কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পোল্যান্ডকে পায় ফ্রান্স। রোববার কাতারের আল থুমাম স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে থিয়েরি অঁরিকে ছাড়িয়ে যাওয়া গোলে ফ্রান্সকে প্রথমে লিড এনে দেন অলিভার জিরুড। এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে নেন কিলিয়ান এমবাপে। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন রবার্ট লেভান্ডোফস্কি এতেই ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।
সারাবাংলা/এসএস
কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা পর্তুগাল বনাম মরক্কো ফুটবল বিশ্বকাপ ২০২২ ফ্রান্স বনাম ইংল্যান্ড ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া শেষ ষোলো