Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের ১৭তম দিনে মরক্কোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২২ ০৮:০০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১২:০০

কাতার বিশ্বকাপের চমকের যেন শেষই হচ্ছে না। একের পর এক চমক সেই গ্রুপ পর্ব থেকে চলেই আসছে। এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে চমক দিয়েছে আফ্রিকান দল মরক্কো। শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র’র পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল জয় নিশ্চিত করতে না পারায় ফলাফলের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে মরক্কোর নায়ক বনে গেলেন গোলরক্ষক ইয়াসিন বনু। তিনটি পেনাল্টি রুখে মরক্কোকে নিয়ে গেলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

বিজ্ঞাপন

এরপর বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে পর্তুগাল। তবে এদিন চমক ছিল এই ম্যাচেও। পর্তুগালের মহাতারকার ক্রিস্টিয়ানো রোনালদোকে এদিন শুরুর একাদশেই রাখেননি কোচ। আর তার বদলি হিসেবে সুযোগ পাওয়া গঞ্জালো রামোস মাঠে নেমেই করেছেন কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। আর তাতেই নিশ্চিত হয়েছে পর্তুগালের কোয়ার্টার ফাইনালের টিকিট।

টাইব্রেকারে বনুর বীরত্বে স্পেনকে হারিয়ে কোয়ার্টারে মরক্কো

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো মুখোমুখি হয় স্পেনের। নক আউট পর্বের ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মীমাংসা হয়নি নির্ধারিত ৯০ মিনিটে। আর তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেখানেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি। আর তাতেই ম্যাচের ফলাফল মীমাংসার জন্য খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে একাই স্পেনকে রুখে দেন মরক্কান গোলরক্ষক ইয়াসিন বনু। প্রথমে শট নেওয়া স্পেনের পাবলো সারাবিয়ার শট, এরপর কার্লোস সলার আর তিন নম্বরে শট নেওয়া সার্জিও বুস্কেটসের পেনাল্টি শটও রুখে দেন বনু। অন্যদিকে মরক্কোর নেওয়া চার পেনাল্টির মধ্যে তৃতীয় পেনাল্টিটি নেন বদর বানুনে। আর চতুর্থ পেনাল্টি নিতে এসে তা জালে জড়িয়ে মরক্কোর হয়ে ইতিহাস গড়েন আশরাফ হাকিমি। এতেই টাইব্রেকারে ৩-০ ব্যবধানে স্পেনকে হারায় মরক্কো।

সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

সুইজারল্যান্ডের বিপক্ষে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়ে বড় চমক দেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। আর রোনালদোকে বেঞ্চ বসিয়ে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল পর্তুগাল।

বিজ্ঞাপন

শেষ ষোলোর শেষ ম্যাচে এসে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের দেখা মিললো। আর হ্যাটট্রিকটি এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি হিসেবে মাঠে নামে গঞ্চালো রামোসের কাছ থেকে। আর তার সঙ্গে পেপের একটি, রাফায়েল গুয়েরোর একটি আর শেষ দিকে রাফায়েল লেয়াওয়ের একটি গোল করেন। অন্যদিকে সুইজারল্যান্ডের হয়ে শান্তনাসূচক একটি গোল করে আকঞ্জি। আর তাতেই পর্তুগাল ৬-১ গোলের ব্যবধানে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ পর্তুগাল বনাম সুইজারল্যান্ড ফুটবল বিশ্বকাপ ২০২২ মরক্কো বনাম স্পেন শেষ ষোলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর