ইনজুরিতে পড়ে সারারাত কেঁদেছিলাম: নেইমার
৬ ডিসেম্বর ২০২২ ০৮:২৭ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২২ ০৮:৩৭
নেইমারের কাঁধেই কাতার বিশ্বকাপে ব্রাজিলের যত ভর। যদিও এবার ব্রাজিল দলে আরও বেশ কয়েকজন তারকা খেলোয়াড় রয়েছেন যারা যেকোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবুও দলের কাণ্ডারি সেই নেইমারই। যার চিত্রের দেখা মিলেছে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচেই। প্রথম ম্যাচে চোটে পড়ে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। আর দলের প্রয়োজনের মুহূর্তে সাহায্য করতে না পেরে ব্যথিত ছিলেন নেইমার। সেই সঙ্গে চোট ভয় ধরিয়ে দিয়েছিল তাকে। চোটে পড়ার পর সারারাত কেঁদে কাটিয়েছিলেন তিনি—দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ সেরার পুরষ্কার জয়ের পর নিজেই জানালেন নেইমার।
বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট পেয়ে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে যান নেইমার জুনিয়র। তবে এবার নেইমারকে নিয়ে সুখবর এসেছিল দক্ষিণ কোরিয়া ম্যাচের আগের দিনই। রোববারই দলের সঙ্গে অনুশীলনে ফিরেন নেইমার। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে জানিয়ে দেন ম্যাচ খেলতে প্রস্তুত নেইমার।
ফিট হয়ে কোরিয়ার বিপক্ষে দলে ফেরেন নেইমার জুনিয়র। আর ব্রাজিলও ফিরল তাদের চিরচেনা রূপে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন আর পাকুয়েতার গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেকাওরা।
গোটা ম্যাচে দুর্দান্ত পারফরম করার সঙ্গে নেইমার করেছেন একটি গোল। আর তাতেই জিতে নিয়েছে ম্যাচ সেরার পুরষ্কারও। এরপর নেইমার জানান সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার পর কতটা ভয় তিনি পেয়েছিলেন। আর কিভাবে কেঁদেছিলেন সারারাত।
নেইমার বলেন, ‘আমি সেদিন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি খুব ভালো খেলছিলাম। আর ক্লাবেও আমি দুর্দান্ত ছন্দে ছিলাম। এমন সময় এমন কঠিন এক ইনজুরিতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ইনজুরিতে পড়ে আমি সারারাত কেঁদেছিলাম। আমার পরিবারও এটা জানে। কিন্তু সবকিছু ভালোই ভালোই কেটে গেছে। আমি ফিরেছি। কঠিন পরিশ্রম করেছি আর ফলও পেয়েছি।’
সারাবাংলা/এসএস
কাতার বিশ্বকাপ নেইমার জুনিয়র ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম কোরিয়া