এশিয়ার বিদায়ের সঙ্গে সাম্বা নৃত্য বিশ্বকাপের ১৬তম দিনে
৬ ডিসেম্বর ২০২২ ০৮:১৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২২ ২৩:০৫
কাতার বিশ্বকাপের ১৬তম দিনে এসে বিদায় এশিয়াকে প্রতিনিধিত্ব করা দুই দলের। দিনের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচ। এরপর অতিরিক্ত সময় পেরিয়ে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ক্রোয়েশিয়ার জয়ের নায়ক লিভাকোভিচ। তিন পেনাল্টি রুখে ক্রোয়েশিয়া ৩-১ ব্যবধানে জয় পায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের অগ্নিমূর্তি দেখেছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের প্রথমার্ধেই সাম্বার নৃত্যের তালে চারবার বল জালে জড়ায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে যদিও এক গোল হজম করে। তবে শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটে ব্রাজিল। আর এতেই বিশ্বকাপ থেকে এশিয়ার সর্বশেষ দুই প্রতিনিধির বিদায় হয়।
৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।
জাপানের স্বপ্নযাত্রা টাইব্রেকারে থামিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের জার্মানি ও স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় জাপান। আর শেষ ষোলোয় নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়েও ফলাফল না আসলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার গোলরক্ষক একা হাতে রুখে দেন জাপানের তিনটি পেনাল্টি। দমিনিক লিভাকোভিচের বীরত্বে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটে ক্রোয়েশিয়া।
ব্রাজিলের রুদ্রমূর্তি দেখলো দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেছিল ব্রাজিল। আর তাতেই নানান আলোচনার জন্ম দেয় সেলেকাওরা। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র তিন গোল করা ব্রাজিলের গোলের অভাবও দৃষ্টি কেড়েছিল সমালোচকদের। তবে নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সব সমালোচনার জবাব দিল সেলেকাওরা। আর শেষ ষোলোতেই কোরিয়া দেখলো ব্রাজিলের রুদ্রমূর্তি।
সারাবাংলা/এসএস
১৬তম দিন কাতার বিশ্বকাপ জাপান বনাম ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া শেষ ষোলো