Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমার্ধেই কোরিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২২ ০১:৫১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২২ ০২:৪৭

ফিট হয়ে দলে ফিরেছেন নেইমার জুনিয়র। আর ব্রাজিলও ফিরল তাদের চিরচেনা রূপে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই গোল উৎসবে মেতেছে সেলেকাওরা। ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন আর পাকুয়েতা একটি করে গোল করে ব্রাজিলকে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে নিয়েছেন।

বিশ্বকাপে নিজেদের গোলের ঝুলি যেন নক আউট পর্বের জন্যই লুকিয়ে রেখেছিলেন ব্রাজিল দল। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র তিন গোল করেছিল ব্রাজিল। সেখানে কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর প্রথমার্ধেই চারবার বল জালে জড়িয়েছে সেলেকাওরা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই বলের দখলে নেয় নেইমার-ভিনিসিয়াসরা। আর দারুণ আক্রমণ শুরু করে ব্রাজিল। গোল আসতেও সময় নেয়নি বেশি। মাত্র ৭ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। ডান দিক থেকে রাফিনহা বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন এরপর বল বাড়ান মাঝখানে থাকা নেইমার-রিচার্লিসনের উদ্দেশ্যে। তবে দুইজনের কেউই বল ধরতে পারনেনি। কোরিয়ার এক ডিফেন্ডারের পায়ে লেগে বাঁ দিকে থাকা ভিনিসিয়াস জুনিয়র বল পেয়ে যান। আর একটুখানি বল নিয়ে এগিয়ে ডি বক্সের ভেতর ঢুকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়াস।

গোলের পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। আক্রমণের ফলও আসে মিনিট ছয়েক পর। ডি বক্সের বাঁ দিকের কোণায় রিচার্লিসনকে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় ফিনিশ টেনে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন নেইমার।

তবে এখানেই শেষ নয় ব্রাজিলের আক্রমণাত্মক খেলা। ২৯তম মিনিটে আসে ছন্দময় ব্রাজিলের আরও একটি গোল। ডি বক্সের সামনে থেকে কয়েকবার বল মাথার ওপর ড্রপ করে বাঁ দিকে থাকা মার্কুইনোসকে পাস দিয়ে ডি বক্সের ভেতর ঢুকে পড়েন রিচার্লিসন। এরপর থিয়াগো সিলভা দারুণ এক থ্রু বল দেন ডি বক্সে আর সেখানে বল পেয়ে জালে জড়ান রিচার্লিসন। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

এরপর চতুর্থ গোলের জন্য ব্রাজিলের অপেক্ষা মাত্র ৭ মিনিটের। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে ওঠেন রিচার্লিসন। এরপর বল বাড়ান নেইমার জুনিয়রকে আর নেইমার ডি বক্সের সামনে থেকে বল দেন ভিনিসিয়াসকে। ডি বক্সের বাঁ দিকে বল পেয়ে দারুণ এক বল দেন ভিনিসিয়াস। আর সেই বল পেয়ে দারুণ এক গোল করেন লুকাস পাকুয়েতা। আর তাতেই ব্রাজিল ৪-০ গোলে এগিয়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে এসে আরও দুটি সহজ সুযোগ মিস করেন ব্রাজিল। এতেই প্রথমার্ধে ওই ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেকাওরা।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া শেষ ষোলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর