Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা ভয় পাই না—ব্রাজিল নিয়ে বললেন কোরিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২২ ১৯:২৭

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনালের নিশ্চিতের লড়াইয়ে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে তাদের কাজটি যে সহজ হবে না তা মনে করিয়ে দিলেন কোরিয়ার পর্তুগিজ কোচ পাওলো বেন্তো। জানিয়ে দিলেন, ব্রাজিলের বিশ্বমানের খেলোয়াড় আছে কিন্তু তারা ভয় পান না।

এবারের বিশ্বকাপের টপ ফেভারিট ব্রাজিল। দলে নেইমার জুনিয়র থেকে শুরু করে ভিনিসিয়াস, রাফিনহাদের মতো বিশ্বমানের ফরোয়ার্ড। আছেন ক্যাসেমিরো, থিয়াগো সিলভারাও। তাই তো যেকোনো দলই ব্রাজিলকে সমীহ করতে বাধ্য। ঠিক সেভাবেই ব্রাজিলকে সমীহ করছে দক্ষিণ কোরিয়া কিন্তু মাঠের খেলার আগেই ব্রাজিলের ভয়ে নুয়ে পড়ছে না কোরিয়া। মাঠে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত তারা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে দিলেন কোরিয়ার কোচ পাওলো বেন্তো।

বিজ্ঞাপন

পাওলো বেন্তো বলেন, ‘ব্রাজিলের বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। আমরা তাদের ভয় পাই না। আমাদের সুযোগ আছে এই ম্যাচ জয়ের। আর আমরা মাঠে খেলা দেখাতে চাই। আমরা লড়াই করতে প্রস্তুত। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আমরা লড়াই করব।’

তবে কেবল হুঙ্কার দিয়েই থেমে যাননি কোরিয়ার কোচ। সেই সঙ্গে ব্রাজিলের দুর্দান্ত দলের প্রশংসাতেও পঞ্চমুখ ছিলেন তিনি। ‘যদি আমরা কোনো টুর্নামেন্টে ব্রাজিলকে খেলতে দেখি, তাহলে বলবো তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এক ম্যাচকে তো টুর্নামেন্ট বলা যাবে না। আমাদের সামনে একটি সুযোগ। সেটাকে শ্রদ্ধা রেখেই খেলতে হবে।’

বিজ্ঞাপন

দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের নক আউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। শেষবার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের নক আউটে খেলেছিল দলটি। তাই তো এবার নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে প্রস্তুত তারা। আর গোটা দলই মুখিয়ে আছে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।

এ ব্যাপারে কোরিয়ার ডিফেন্ডার কিম জন সু বলেন, ‘প্রতিটি ম্যাচে প্রতিটি মিনিট খুবই মূল্যবান। পুরো দলের মনোবল দারুণ, টিমওয়ার্কও দুর্দান্ত। জয়ের জন্য আমরা সবাই ক্ষুধার্ত। আমরা জানি এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ম্যাচ হবে। আমরা সবাইকে দেখাতে চাই যে, আমরা কি পারি এবং কিসের জন্য আমরা ১২ বছর ধরে অপেক্ষা করছিলাম। আমাদের লড়াইয়ের মনোভাব গুরুত্বপূর্ণ হবে। দলের জন্য আমাদের আত্মত্যাগ করতে হবে।’

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে সেলেকাওরা। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে। শেষ চার ম্যাচে ব্রাজিল ১৩ গোল দিয়েছে কোরিয়া আর মোট ৭ ম্যাচে কোরিয়ার জালে ১৬ বার বল জড়িয়েছে ব্রাজিল।

কোরিয়ার বিপক্ষে ম্যাচে দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার কথা রয়েছে নেইমার জুনিয়রের।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম দক্ষিণ করিয়া রাউন্ড অব১৬ শেষ ষোলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর