চোট পেয়ে হাসপাতালে মোসাদ্দেক
৫ ডিসেম্বর ২০২২ ১৬:৩১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২২ ১৬:৩৫
সিলেটে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে অনুশীলনের সময় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে সিলেট নগরের আল হারামািইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ১২টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছিলেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। ব্যাটিং অনুশীলনের সময় উড়ুতে বলের আঘাত পান মোসাদ্দেক। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী। তিনি বলেন, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ দলের অনুশীলনের সময় একটি বল তার উরুতে আঘাত করলে মোসাদ্দেক মাটিতে লুটিয়ে পরে। তবে চোট গুরুতর বলে মনে হয়নি।
বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। ওয়ানডে সিরিজের দলে সুযোগ না পাওয়া প্রায় সব তারকা ক্রিকেটারই ‘এ’ দলের হয়ে সিরিজ খেলছেন ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে। আনঅফিসিয়াল টেস্টে ‘এ’ দলের হয়ে দুর্দান্ত একটা ইনিংসও খেলেছেন মোসাদ্দেক।
সারাবাংলা/এসএইচএস