ফ্রান্স, ইংল্যান্ডের দাপটে কাটল বিশ্বকাপের ১৫তম দিন
৫ ডিসেম্বর ২০২২ ০৮:২১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২২ ১৪:৪৪
কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে কাতার বিশ্বকাপের ১৫তম দিনে মাঠে নামে ফ্রান্স-পোল্যান্ড আর ইংল্যান্ড-সেনেগাল। দুই ম্যাচেই জয় পেয়েছে ফেভারিটরা। পোল্যান্ডকে ৩-১ গোলে ফ্রান্স আর সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে ইংল্যান্ড।
দিনের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোলের সঙ্গে অলিভার জিরুডের রেকর্ড ভাঙা গোলে ৩-১ ব্যবধানে জয় পায় ফ্রান্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে হ্যান্ডারসন, কেইন আর সাকার গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে কোয়ার্টারে ফ্রান্স
কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পোল্যান্ডকে পায় ফ্রান্স। রোববার কাতারের আল থুমাম স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে থিয়েরি অঁরিকে ছাড়িয়ে যাওয়া গোলে ফ্রান্সকে প্রথমে লিড এনে দেন অলিভার জিরুড। এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে নেন কিলিয়ান এমবাপে। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন রবার্ট লেভান্ডোফস্কি এতেই ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।
সেনেগালকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে একটি করে গোল করেন জর্ডান হ্যান্ডারসন, হ্যারি কেইন এবং বুকায়ো সাকা।
আগামী শনিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও ইংল্যান্ড।
সারাবাংলা/এসএস
১৫তম দিন ইংল্যান্ড বনাম সেনেগাল কাতার বিশ্বকাপ কিলিয়ান এমবাপে ফুটবল বিশ্বকাপ ২০২২ ফ্রান্স বনাম পোল্যান্ড হ্যারি কেইন