Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোড়ালি মচকে গেছে পাপু গোমেজের

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২২ ১৭:১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে চোটে পড়েন অ্যাঞ্জেল ডি মারিয়া। দলের অপূরণীয় এই ক্ষতি কোনো রকমে পুষিয়ে দেন পাপু গোমেজ। শেষ ষোলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়ার বদলে একাদশে সুযোগ পাওয়া পাপু গোমেজ ছিলেন দুর্দান্ত। চোটে পড়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত মেসি, আলভারেজদের সঙ্গে আক্রমণ ভাগটা দুর্দান্ত সামলেছেন তিনি। তবে তার চোট খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন নিজেই। আর কোয়ার্টারের আগেই সেরে উঠবেন বলেও তার বিশ্বাস।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। ছিটকে গেছেন জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেজ। বিশ্বকাপের মাঝপথে এসে চোটে পড়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গতকাল তার জায়গায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন পাপু গোমেজ।

ম্যাচের ৫০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন গোমেজ। তার বদলি হিসেবে মাঠে নামেন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ। ম্যাচ শেষ হওয়ার পর গোমেজ বলেন, ‘সে (চোট) যেন আমাকে মেরেই ফেলতে চেয়েছিল, কারণ আমার গোড়ালি খারাপভাবে মুচড়ে গিয়েছিল। আমি আর বেশিক্ষণ চলতে পারছিলাম না। আমি উঠে যেতে পছন্দ করেছিলাম, আমার চেয়ে ভালো অন্য কেউ মাঠে আসবে।’

আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। আর গোমেজ জানিয়েছেন সে ম্যাচের আগেই সুস্থ হয়ে ফিরবেন তিনি।

গোমেজ বলেন, ‘এটা (গোড়ালি) মচকে গেছে, সেরে উঠতে কিছুদিন লাগবে, কোয়ার্টারেরও কয়েক দিন বাকি আছে, সবকিছু ঠিক হয়ে যাবে।’

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা ইনজুরি কাতার বিশ্বকাপ পাপু গোমেজ ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর