সাকিবের জোড়া আঘাত, ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ
৪ ডিসেম্বর ২০২২ ১৩:১৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১৩:২৯
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে বোলিং করতে নেমে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। দলীয় পঞ্চাশের আগেই ভারতের প্রথম তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। শিখর ধাওয়ানকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে অধিনায়কত্ব করছেন লিটন।
এখন পর্যন্ত নতুন অধিনায়কের সিদ্ধান্তটা যথার্থই প্রমাণ করছেন বোলাররা। ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা সাবধানী শুরু করেছিলেন। ষষ্ঠ ওভারে শিখরকে ফেরান মিরাজ। মিরাজকে সুইপ খেলতে গিয়ে লাইন মিস করে সরাসরি বোল্ড ভারতীয় ওপেনার (১৭ বলে ৭ রান)।
দশম ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে সরাসরি বোল্ড করেছেন সাকিব। চতুর্থ বলে বিরাট কোহলিকে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন।
৪৯ রানের তৃতীয় উইকেট হারানো ভারতকে এখন টানছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৭৯/৩। ২০ বলে ১৫ রান করে অপরাজিত শ্রেয়াস। ১৩ বলে ১১ রান করে তার সঙ্গে আছেন লোকেশ রাহুল।
এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল।
সারাবাংলা/এসএইচএস
বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ বিরাট কোহলি রোহিত শর্মা সাকিব আল হাসান