বিশ্বকাপের ১৪তম দিনে কোয়ার্টারে গেল নেদারল্যান্ডস, আর্জেন্টিনা
৪ ডিসেম্বর ২০২২ ০৮:৩০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১৭:০৪
শনিবার (৩ ডিসেম্বর) মাঠে গড়িয়েছে কাতার বিশ্বকাপের নক আউট পর্ব। শেষ ষোলোর লড়াইয়ের প্রথম দিনে ছিল দুটি ম্যাচ। আর দুই ম্যাচেই জয় পেয়েছে দুই ফেভারিট দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আর শেষ ম্যাচে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া।
আর দুই ম্যাচেই দুই ফেভারিট নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা জয় পেয়েছে। এখন কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। নিজেদের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। আর দিনের শেষ ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস
কাতার বিশ্বকাপের নক আউট পর্ব শুরু হলো নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে। আর প্রথম ম্যাচেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে নেদারল্যান্ডস। মেমফিস ডিপাই, ডেলি ব্লিন্ড আর ডামফ্রাইসের গোলে ৩-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ডাচরা।
অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। ৩৫তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিওনেল মেসি। এরপর ৫৭তম মিনিটে অস্ট্রেলিয়ান গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। ৭৭তম মিনিটে এনজো ফার্নান্দেজের আত্মঘাতি গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ওই ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আলবেসিলেস্তেরা।
সারাবাংলা/এসএস
১৪তম দিন আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া কাতার বিশ্বকাপ নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র ফুটবল বিশ্বকাপ ২০২২ শেষ ষোলো