Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারতম ম্যাচে মেসির গোল, বিশ্বকাপ নকআউটে প্রথম

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২২ ০১:৪৮

ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচে গোল করলেন লিওনেল মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে গোল পাওয়া হলো তার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে গোল সংখ্যায় কিংবদন্তী ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন সাত বারের ব্যালন ডি ওর জয়ী।

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৩৮তম মিনিটে দারুণ শটে অস্ট্রেলিয়ার জালে বল জড়ান মেসি।

বিজ্ঞাপন

এই ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ। এমন উপলক্ষকে স্মরণীয় রাখতে বিশ্বকাপ নকআউট পর্বে মেসির প্রথম গোলটি এলো এ ম্যাচেই।

বিশ্বকাপে মেসি খেলেছেন ২৩টি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করায় বিশ্বকাপে মেসির গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ এ। আর এক গোল করলেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড স্পর্শ করবেন মেসি।

সারাবাংলা/আইই

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর