Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমার্ধে ব্রাজিলকে গোল করতে দেয়নি ক্যামেরুন

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২২ ০১:৫০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২২ ০২:০০

বিশ্বকাপের শেষ ষোলো আগেই নির্ধারণ হওয়ায় গোটা প্রথম একাদশই বিশ্রামে পাঠিয়ে দল ক্যামেরুনের বিপক্ষে দল সাজান ব্রাজিল কোচ তিতে। গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত সবাইকেই পাল্টেছেন তিতে। তবে তিতের সাজানো একাদশকে প্রথমার্ধে গোলশূ্ন্যতে রুখে দিয়েছে ক্যামেরুন।

নেইমার ভিনিসিয়াসদের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব তিতে দিয়েছেন রদ্রিগো, মার্টিনেল্লিদের কাঁধে। ক্যামেরুনের বিপক্ষে প্রথমার্ধের শুরু থেকেই বলের দখলে রেখে আক্রমণ সাজায় ব্রাজিল। গোটা প্রথমার্ধে ৬৮ শতাংশ বল দখলে রেখে মোট ১০টি শট নেয় ব্রাজিল। যার মধ্যে তিনটিই ছিল লক্ষ্যে। তবে লক্ষ্যে শট রাখলেও বল জালে জড়াতে পারেনি সেলেকাওরা।

বিজ্ঞাপন

ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেই দানি আলভেসের রেকর্ড

ক্যামেরুনের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য থেকে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের একটিতেও প্রথমার্ধে গোল করতে পারল না সেলেকাওরা। তবে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণ করতে থাকে রদ্রিগো, অ্যান্থনিরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দারুণ গতিতে আক্রমণে ওঠেন অ্যান্থনি। সেখান থেকে বল বাড়ান রদ্রিগোর দিকে আর রদ্রিগো বল পাস দেন ডি বক্সের দিকে বল দেন। তবে বল পেয়ে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি ফ্রেড।

১৪তম মিনিটে এসে ফ্রেডের ভাসানো ক্রস ক্যামেরুনের ডি বক্সে লাফিয়ে উঠে হেড করেন মারটিনেল্লি। কিন্তু তার শট দারুণ এক সেভ করে গোলপোস্টের ওপর দিয়ে বাইরে ঠেলে দেন ক্যামেরুন গোলরক্ষক এপাসসি। মিনিট ছয় পরে পাল্টা আক্রমণ করে ক্যামেরুন। এরিক ম্যাক্সিম চুপো মোটিং দারুণ এক আক্রমণ করলেও শট নেওয়ার আগে বল ক্লিয়ার করেন এডার মিলিতাও। ক্লিয়ার করা বল আবারও পেয়ে যায় ক্যামেরুন। সেখান থেকে আক্রমণ করে ডি বক্সের ভেতর ক্রস করেন টোলো। তবে সেই ক্রস ঝাপিয়ে পড়ে ফেরান ব্রাজিল গোলরক্ষক এডারসন।

বিজ্ঞাপন

মিনিট দুই পরে বাঁ দিক থেকে অ্যালেক্স তেয়াসের দারুণ এক ক্রস ডি বক্সে আসলেও সেখানে বল নিয়ন্ত্রণে আনতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস। ২৫তম মিনিটে এসে বাঁ দিক থেকে মার্টিনেল্লি দুর্দান্ত গতিতে বল নিয়ে ছুটে গিয়ে কাট ব্যাক করে ডি বক্সে জেসুসকে বল দেন। বল পেয়ে জেসুস শট নিলেও তা রুখে দেন ক্যামেরুন গোলরক্ষক।

ম্যাচের ৩৮তম মিনিটে এসে মধ্যমাঠে মার্টিনেল্লিকে ফাউল করলেও সেখান থেকে বল নিয়ে আক্রমণে ওঠে ফ্রেড। ডি বক্সের ঠিক সামনে থেকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয় ফ্রেডের। নির্ধারিত ৪৫ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ডি বক্সের সামনে থেকে বুলেট শট নেন মার্টিনেল্লি। তবে তার শট লাফিয়ে উঠে আঙুলের ছোঁয়ায় গোলপোস্টের ওপর দিয়ে ঠেলে দেন এপাসসি।

প্রথমার্ধের শেষ দিকে সে দারুণ এক আক্রমণ করে ক্যামেরুন। তবে ডি বক্সের ভেতর থেকে নেওয়া হেডার লাফিয়ে ঠেকান ব্রাজিল গোলরক্ষক এডারসন। এতেই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ প্রথমার্ধ ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম ক্যামেরুন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর