অনুশীলনে ফিরেছেন সান্দ্রো-দানিলো, হোটেলে নেইমার
২ ডিসেম্বর ২০২২ ২০:২৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২২ ২০:২৭
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে আল লুসাইল স্টেডিয়ামে মাঠে নামছে ব্রাজিল। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে লড়বে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তাই ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটিতে দলের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে যাচ্ছেন কোচ তিতে।
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়, ক্যামেরুনের বিপক্ষে তিতে এমন এক একাদশ খেলাতে পারেন যারা আগের দুই ম্যাচে প্রথম একাদশে ছিল না।
এদিকে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের তিনজন ইনজুরি আক্রান্ত খেলোয়াড়ের দুইজনই অনুশীলনে ফিরেছেন। শুক্রবার ম্যাচের আগে আল আরাবিয়া স্টেডিয়ামে অনুশীলন করেছে ব্রাজিল। সেখানে দানিলো এবং অ্যালেক্স সান্দ্রো যোগ দিলেও নেইমার হোটেলেই অবস্থান করছেন। তবে এদের কেউই ক্যামেরুনের বিপক্ষে খেলবেন না।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই পায়ের গোড়ালিতে চোট পান নেইমার ও দানিলো। দুজনই গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না বলে আগেই জানানো হয়েছিল। তবে শেষ ষোলোতে সুস্থ নেইমার ও দানিলোকে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন কোচ তিতে।
ব্রাজিল যদি জি গ্রুপে শীর্ষস্থান ধরে রাখে তবে দলটির এইচ গ্রুপের রানার্স আপ দলের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে সময় পাবে তিন দিন। অর্থাৎ, শেষ ষোলোর ম্যাচ খেলার ৭২ ঘণ্টা আগেও নেইমার মাঠে অনুশীলনে নামতে পারেননি বলে গ্লোবোর খবর। তবে নক আউট পর্বে সুস্থ নেইমারকে মাঠে পাওয়া যাবে বলে আশা কোচ তিতের।
সারাবাংলা/আইই