Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন বেলজিয়ামের কোচ

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২২ ১৬:৪০

বিশ্বকাপে গ্রুপ পর্বে ভরাডুবির পর পদত্যাগ করেছেন বেলজিয়ামের কোচ রবের্তো মার্টিনেজ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় হ্যাজার্ড-ডি ব্রুইনদের।

এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এফ গ্রুপের সঙ্গী কানাডাকে ১-০ গোলের ব্যবধানে হারায় বেলজিয়াম। তবে ওই ম্যাচে মূলত আধিপত্য বিস্তার করেছিল কানাডা। পরের ম্যাচেই মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় বেলজিয়াম। এতে শেষ ম্যাচে এসে সমীকরণ দাঁড়ায়, ক্রোয়েশিয়ার বিপক্ষে যেকোনো ব্যবধানের জয় হ্যাজার্ড-ডি ব্রুইনদের বিশ্বকাপের শেষ ষোলোতে নিয়ে যাবে। কিন্তু ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে।

বিজ্ঞাপন

২০১৮ সালের বিশ্বকাপে সেমি ফাইনেল খেলেছিল বেলজিয়াম। চার বছর পার হতেই দলটি গ্রুপ পর্বে হয়েছে তিন নম্বর।

ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে রবের্তো মার্টিনেজ বলেন, আমার অবস্থান খুবই পরিষ্কার। বেলজিয়ামের সঙ্গে এটাই আমার শেষ।

তবে এই সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলেন, বিশ্বকাপের আগেই আমি ঠিক করেছিলাম, ফলাফল যাই হোক আমি পদত্যাগ করব। ২০১৮ সালের পর থেকে আমি অন্য চাকরি নিতে পারতাম। কিন্তু আমি দীর্ঘ মেয়াদে কাজ করতে চাই বলে পদত্যাগ করিনি। কিন্তু এখন এটি এভাবেই শেষ হচ্ছে।

সারাবাংলা/আইই

ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর