Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলরক্ষক হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ন্যুয়েরের

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২২ ০১:১৬

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়লেন জার্মানির অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ের। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে গোলরক্ষক হিসেবে খেলা হলো তার। এ নিয়ে বিশ্বকাপে ১৯টি ম্যাচে জার্মানদের গোলবার সামলিয়েছেন তিনি। ২০১৪ সালে বিশ্বকাপও জিতেছেন।

কাতারের আল বায়েত স্টেডিয়ামে কোস্টারিকার বিরুদ্ধে বাঁচামরার লড়াইয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচ ইতিমধ্যে ইতিহাসের বইয়ে ঠাই পেয়েছে। পুরুষদের বিশ্বকাপ ম্যাচে প্রথমবারের মতো প্রধান রেফারি হিসেবে পরিচালনা করছেন একজন নারী রেফারি। ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট যখন ম্যাচ শুরুর বাঁশি বাজিয়েছেন তখন ম্যানুয়েল ন্যুয়েরও অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার আগের রেকর্ড ছিল যৌথভাবে দুজনের। তারা দুজনই বিশ্বকাপ জয়ী। ১৯৭৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন কিংবদন্তী গোলরক্ষক সেপ মাইয়ের। আর ১৯৯৪ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন গোলরক্ষক তাফারেল। এ দুজনই গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে ম্যাচ খেলেছেন ১৮টি করে। বৃহস্পতিবার আল বায়েত স্টেডিয়ামের মাঠে নেমে এ রেকর্ড নতুন করে লিখলেন বায়ার্ন মিউনিখের সুপারস্টার গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের।

ম্যানুয়েল ন্যুয়েরর জার্মানির হয়ে অভিষেক হয় ২০০৯ সালে। এর পরে জার্মানির গোলবারে সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন তিনি। জার্মানির হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১১৯টি।

বিশ্বকাপে ম্যানুয়েল ন্যুয়েরর ম্যাচ সংখ্যা ১৯টির আরও বেশি হতে পারত। ২০১০ সালে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি। ওই বিশ্বকাপে ম্যানুয়েল ন্যুয়ের খেলেছিলেন ৬টি ম্যাচ। পরের বিশ্বকাপ ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় জার্মানি। ফলে ন্যুয়ের ৭টি ম্যাচ খেলার সুযোগ পান। কিন্তু ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি। ওই বিশ্বকাপে ৩ ম্যাচ খেলার সুযোগ পান ন্যুয়ের। চলতি বিশ্বকাপে এ সংখ্যা আর বাড়িয়ে নিতে পারবেন কি না- তা ৯০ মিনিট পরেই জানা হয়ে যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর