বাংলাদেশ-ভারত সিরিজের সর্বনিম্ন টিকিট মূল্য ২০০
১ ডিসেম্বর ২০২২ ১৯:৫৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০২২ ২০:০০
সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর থেকে দেশের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বনিম্ন ২০০ টাকা টিকিট মূল্যে দেখা যাবে ওয়ানডে সিরিজের ম্যাচ। এই সিরিজের সর্বোচ্চ টিকিট মূল্য ১৫০০ টাকা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারত সিরিজের টিকিট মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব গ্যালারির জন্য টিকিট মূল্য ২০০ টাকা। উত্তর ও দক্ষিণ গ্যালারিরও টিকিট মূল্য ২০০ টাকা। ক্লাব হাউজের টিকিট মূল্য ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১ হাজার টাকা। এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ১ হাজার ৫০০ টাকা।
অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকছে না এবারও। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে পাওয়া যাবে টিকিট।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওই ম্যাচের টিকিট মূল্য এখনো জানায়নি বিসিবি।
সারাবাংলা/এসএইচএস