Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোল্যান্ডের বিপক্ষে এনজোও শুরুতে থাকতে পারেন: স্কালোনি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২ ২০:০৭

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঘুরিয়ে দেন ম্যাচের চিত্র। মধ্যমাঠে দারুণ দখলের সঙ্গে সঙ্গে বল পায়ে এগিয়ে গিয়ে আক্রমণটাও ঠিকঠাক করতে পারেন তরুণ আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজ। সমর্থকরা বেশ আগে থেকেই তাকে শুরুর একাদশে দেখতে চান। এবার সেটারই ইঙ্গিত দিলেন আলবেসিলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাঁচামরার লড়াই আর্জেন্টিনার জন্য। এই ম্যাচে হারলে বিদায় প্রায় নিশ্চিত বিশ্বকাপ থেকে। এমন ম্যাচের আগে স্কালোনি জানালেন ভাবনা চিন্তা করে সেরা একাদশই নামাবেন তিনি। আর সেখানে যে কেউ খেলতে পারে সেটা এনজো ফার্নান্দেজও।

বিজ্ঞাপন

স্কালোনি বলেন, ‘হ্যাঁ, এনজোও খেলতে পারে। তবে সেটা যে কেউই হতে পারে। দলের যে কেউই শুরুর একাদশে থাকতে পারে। আবার তাকে আমরা বদলি খেলোয়াড় হিসেবেও ব্যবহার করতে পারি। এটা আমাদের একটি বিকল্প থাকলো। যদি কোনো প্রয়োজন পড়ে তখন আমরা ব্যবহার করতে পারবো। আমার মনে হয় দলের সব খেলোয়াড় সব ধরনের অবস্থার জন্য প্রস্তুত আছে। আগামীকাল দেখা যাবে আসলে কি ঘটে।’

পর্তুগালের বিখ্যাত ক্লাব বেনফিকার হয়ে খেলেন ফার্নান্দেজ। সেখান থেকেই আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পান তিনি। আর বিশ্বমঞ্চে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে পরিচিত হয়ে উঠেছেন সমর্থকদের মাঝেও। এবার তার দুর্দান্ত পারফরম্যান্সের কথা মাথায় রেখে পোল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কি স্কালোনি ভরসা রাখবেন ২১ বছর বয়সী এই তরুণের ওপর?

বাংলাদেশ সময় বুধবার (৩০ নভেম্বর) রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময় সৌদি আরবের বিপক্ষে লড়াই মেক্সিকোর। গ্রুপ সি থেকে চার দলের সবারই আছে পরের পর্বে খেলার সম্ভাবনা। তবে তা নির্ভর করবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের ফলাফলের ওপর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড এনজো ফার্নান্দেজ ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর