বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় খরা কাটবে ব্রাজিলের?
২৮ নভেম্বর ২০২২ ১০:৪৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১০:৫৭
ফুটবল পরাশক্তি ব্রাজিল এখন পর্যন্ত বিশ্বকাপে মোট দুইবার সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে। তবে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি সেলেকাওরা। অবশ্য দুই ম্যাচের একটিতেও হারেনি ব্রাজি। দুই ম্যাচের দুটিই ড্র’তে শেষ হয়েছিল।
শেষবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গেই ছিল সুইজারল্যান্ড। সেবার ১-১ গোলে ড্র’তে শেষ হয়েছিল ম্যাচটি। এর আগে ১৯৫০ সালে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলের সমতায়।
বিশ্বকাপ আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে দুই দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লাটা ব্রাজিলের দিকেই ভারি। ব্রাজিল তিন ম্যাচ জয় পেয়েছে আর দুটিতে জিতেছে সুইজারল্যান্ড। ড্র হয়েছে বাকি চারটি ম্যাচে।
চার বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও ব্রাজিলের গ্রুপে সুইজারল্যান্ড। গ্রুপ ‘জি’র দ্বিতীয় ম্যাচে সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ মাঠে নামবে দুই দল। ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে ব্রাজিল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডও।
দুই দলের মধ্যকার ম্যাচের জয়ী দল নক আউট পর্বের টিকিট কাটবে।
সারাবাংলা/এসএস
কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম সুইজারল্যান্ড