Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উরুগুয়ে ম্যাচের আগে বড় ধাক্কা পর্তুগাল স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২ ২০:৩২

ঘানার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে পর্তুগাল। এবার বড় পরীক্ষা সেলেকাওদের সামনে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট পড়েছেন পর্তুগালের সেন্ট্রাল ডিফেন্ডার দানিলো পেরেইরা।

পর্তুগাল দলের পক্ষ থেকে রোববার জানানো হয়েছে যে, গত শনিবার অনুশীলনে পাঁজরের তিনটি হাড় ভেঙেছে পেরেইরার। তিনি কবে মাঠে ফিরবেন, তা বলা হয়নি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম জানাচ্ছে, পর্তুগালের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে আর তো ফিরতে পারবেনই না তিনি। তবে পর্তুগাল যদি নক আউটে যায় সেখানেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

‘এইচ’ গ্রুপে থাকা পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হারায় ঘানাকে। ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন পেরেইরা।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে। আর শেষ ম্যাচে ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোরা।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ দানিলো পেরেইরা পর্তুগাল ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর