Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টেডিয়ামে ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক নিয়ে যা বলল ফিফা

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২২ ১৭:৩৫

কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্কের নেই কোনো শেষ। বিশ্বকাপ শুরুর আগে কাতারের দুর্নীতি নিয়ে সোচ্চার গোটা বিশ্ব। এবার নতুন এক বিতর্ক মাথা তুলেছে বিশ্বকাপ ঘিরে। মোটা আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। ম্যাচের সময় টিভি স্ক্রিনে ওই স্টেডিয়ামে উপস্থিত দর্শক সংখ্যাও প্রকাশ করা হয়। তবে সমালোচনা উঠেছে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়েও উপস্থিত দর্শকের সংখ্যা বেশি। এবার এই ব্যাপার নিয়ে মুখ খুলল ফিফা।

বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর দর্শক সারিতে ক্যামেরা ধরলেই প্রায়ই দেখা মেলে খালি সিটের। যা নিয়ে আলোচনা সমালোচনাও চলছে। এমনকি কিছু কিছু স্ট্যান্ডের অর্ধেক খালি বলেও আলোচনা আছে।

ইরান ও ওয়েলসের মধ্যকার ম্যাচের অধিকাংশ গ্যালারিই ফাঁকা ছিল। এমনকি সেনেগালের বিপক্ষে স্বাগতিক কাতারের মধ্যকার ম্যাচ শেষের আগেই দর্শকদের স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে।

আর এমন অবস্থাতেই ফিফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে এখন পর্যন্ত স্টেডিয়ামের ধারণ ক্ষমতার প্রায় ৯৪ শতাংশ দর্শক স্টেডিয়ামে এসেছে।

ফিফা জানিয়েছে, ‘আমাদের কাছে আসা তথ্য থেকে আমরা জানতে পেরেছি এবার বিশ্বকাপের স্টেডিয়ামের ধারণ ক্ষমতার প্রায় ৯৪ শতাংশ দর্শক এসে খেলা দেখেছে। এখন পর্যন্ত ব্রাজিল-সার্বিয়া ম্যাচে সর্বোচ্চ দর্শক এসেছে মাঠে। এই ম্যাচে ৮৮ হাজার ১০৩ জন দর্শক স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেছে।’

ফিফার তথ্য মতে এখন পর্যন্ত সুইজারল্যান্ড ও ক্যামেরুনের মধ্যকার ম্যাচে সর্বনিম্ন ৩৯ হাজার ৩৯ জন দর্শক মাঠে এসেছিলেন।

স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিতির ব্যাপারে খোলাসা করেছে ফিফা। ফিফার পক্ষ থেকে জানানো হয়, ‘নিয়মানুযায়ী ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কমপক্ষে ৪০ হাজার হতে হবে। যেখানে কাতারের স্টেডিয়ামের মধ্যে সর্বনিম্ন ধারণ ক্ষমতা স্টেডিয়ামে ৯৭৪ এর। যেখানে ৪৪ হাজার ৮৯জন দর্শক খেলা দেখতে পারবেন। তবে এসব তথ্য আমাদের কাছে স্টেডিয়ামের কাজ শেষের আগেই এসেছে। তবে কাজ শেষে ভিআইপি, সংবাদকর্মী এবং সম্প্রচার কর্মীদের সিটের ব্যাপারটিও আছে।’

বিজ্ঞাপন

সেই সঙ্গে ফিফা আরও জানায়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচে এই সংখ্যা কম বেশিও হতে পারে।

কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর ধারণ ক্ষমতা—

লুসাইল স্টেডিয়াম- ৮৮ হাজার ৯৬৬।

আল বায়েত স্টেডিয়াম- ৬৮ হাজার ৮৯৫।

আল জানৌব স্টেডিয়াম- ৪৪ হাজার ৩২৫।

আহমদ বিন আলি স্টেডিয়াম- ৪৫ হাজার ৩২।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম- ৪৫ হাজার ৮৫৭।

এডুকেশন সিটি স্টেডিয়াম- ৪৪ হাজার ৬৬৭।

স্টেডিয়াম ৯৭৪- ৪৪ হাজার ৮৯।

আল থুমামা স্টেডিয়াম- ৪৪ হাজার ৪০০।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা