আর্জেন্টিনা ১৫, মেক্সিকো ৪, মেসি ৩
২৬ নভেম্বর ২০২২ ১১:০২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১১:০৫
পা হড়কালেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে- এমন বাস্তবতা নিয়ে মেক্সিকোর বিপক্ষে আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি, যেখানে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপযাত্রা কঠিন বানিয়ে ফেলেছে লিওনেল মেসির দল।
মেক্সিকো সৌদি আরবের চেয়ে অনেকটা এগিয়ে বলে দুশ্চিন্তা বাড়ছে আর্জেন্টিনা ভক্তদের। সৌদি আরব ফিফা র্যাংকিংয়ের ৫১ নম্বরে আর মেক্সিকো ১৩ নম্বরে। ফলে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়ার পর মেক্সিকোর মুখোমুখি হওয়াটা চিন্তারই বটে! তবে লিওনেল মেসিরা নিজেদের খেলাটা খেলতে পারলে মেক্সিকো বাঁধা পেরুনো কঠিন হবে না নিশ্চয়। পরিসংখ্যান ঘেটেও আত্মবিশ্বাস সঞ্চয় করতে পারে আর্জেন্টিনা। দু’দলের মুখোমুখিতে পরিস্কার ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা।
এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ৩০ ম্যাচ খেলেছে মেক্সিকো-আর্জেন্টিনা। তার মধ্যে ১৫ ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকো জিতেছে ৪ ম্যাচ। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র।
বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। ১৯৩০ সালে বিশ্বকাপে মেক্সিকোর সাথে প্রথম দেখায় ৬-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২০০৬ সালে দ্বিতীয়বারের দেখায় ২-১ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তৃতীয় দেখায় আর্জেন্টিনা জিতেছিল ৩-১ গোলের ব্যবধানে। বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গোল পাননি মেসি।
তবে মেক্সিকোর বিপক্ষে গোল উৎযাপনের অভিজ্ঞতা তার আছে। সব মিলিয়ে মেক্সিকোর বিপক্ষ ৫ ম্যাচ খেলেছেন মেসি। পাঁচ ম্যাচে গোল করেছেন ৩টি। দুটি গোল বানিয়েও দিয়েছেন।
মেসি খেলা পাঁচ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে চার ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। বাকিটি হয়েছে ড্র। অর্থাৎ মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা মহা-তারকার অতীতটা বেশ ভালোই। আজও নিশ্চয় তার পূনরাবৃত্তি ঘটাতে চাইবেন মেসি।
সারাবাংলা/এসএইচএস