স্বাগতিকদের বিদায়ী বার্তা বিশ্বকাপের ৬ষ্ঠ দিনে
২৬ নভেম্বর ২০২২ ০৮:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৪:১০
দিন যত গড়াচ্ছে কাতার বিশ্বকাপ ততই জমজমাট হয়ে উঠছে। এবারের বিশ্বকাপটা এশিয়ানদের জন্য বাড়তি উন্মাদনা নিয়ে এসেছে। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে এশিয়ান দলগুলো। পৃথক কেবল স্বাগতিক দেশ কাতার। বিশ্বকাপের পঞ্চম দিনে এসে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইরান। অন্যদিকে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক কাতারের।
দিনের অন্য দুই ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত খেলেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইকুয়েডরকে। তবে ইকুয়েডরের স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া এদিনও গোল করে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। আর দিনের শেষ ম্যাচে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর তাতেই বিশ্বকাপের পরের রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র।
শেষ তিন মিনিটে দুই গোলে ইরানের রোমাঞ্চকর জয়
গোটা ম্যাচ জুড়ে ওয়েলসের ওপর ছড়িয়ে ঘুরিয়েছে ইরান। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল। তবে ম্যাচের নির্ধারিত সময়ে ভাগ্যদেবী যেন কিছুতেই সহায় হচ্ছিল না ইরানের। দুই দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে ইরানের। তবে নিজেদের আক্রমণ ঠিক রেখে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা। নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের ৮ম আর ১১ম মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে ইরান।
গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে স্বাগতিকরা
২০২২ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো স্বাগতিক কাতারকে। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছিল কাতার। এরপর দ্বিতীয় ম্যাচে এসে সেনেগালের কাছে ৩-১ ব্যবধানের হার গ্রুপ পর্ব থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হলো স্বাগতিকদের।
ডাচদের আটকে গ্রুপের লড়াই জমিয়ে তুলল ইকুয়েডর
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারিয়ে শুভ সূচনা করে ইকুয়েডর। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেও জয় পায় নেদারল্যান্ডস। এবার লড়াইয়ে মুখোমুখি দুই। যারাই জয় পাবেন শেষ ষোলো নিশ্চিত হবে। কিন্তু শেষ পর্যন্ত কেউই জয় পায়নি এই ম্যাচে। এতেই গ্রুপ ‘এ’ থেকে পরের পর্বে যাওয়ার লড়াইয়ে রইলো তিন দলই। কডি গাকপোর গোলে এগিয়ে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে ইকুয়েডরকে সমতায় ফেরান এনার ভ্যালন্সিয়ার।
চলতি বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বারের মতো লক্ষ্যভেদ করলেন ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া। আর তিন গোল নিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও তিনিই। অন্যদিকে গাকপোও প্রথম ম্যাচে স্কোরশিটে নাম লিখিয়েছিলেন আর দ্বিতীয় ম্যাচেও করেছেন এক গোল।
ইংল্যান্ডকে আটকে আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র
কাতার বিশ্বকাপে একের পর এক চমক দেখেই চলছে ফুটবল বিশ্ব। জার্মানির বিপক্ষে জাপানের জয়, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়। তবে এবার জয় পরাজয়ের ঘটনা ঘটেনি। অবশ্য খাতা কলমে, ইতিহাস ঐতিহ্যে এগিয়ে থাকা ইংল্যান্ডকে গোলশূন্য ড্র’তে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর তাতেই বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার স্বপ্ন বেঁচে রইল যুক্তরাষ্ট্রের।
সারাবাংলা/এসএস
ইরান বনাম ওয়েলস ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র কাতার বনাম সেনেগাল কাতার বিশ্বকাপ নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর পঞ্চম দিন ফুটবল বিশ্বকাপ ২০২২