ডাচদের আটকে গ্রুপের লড়াই জমিয়ে তুলল ইকুয়েডর
২৬ নভেম্বর ২০২২ ০০:০৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ০০:২৫
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারিয়ে শুভ সূচনা করে ইকুয়েডর। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেও জয় পায় নেদারল্যান্ডস। এবার লড়াইয়ে মুখোমুখি দুই। যারাই জয় পাবেন শেষ ষোলো নিশ্চিত হবে। কিন্তু শেষ পর্যন্ত কেউই জয় পায়নি এই ম্যাচে। এতেই গ্রুপ ‘এ’ থেকে পরের পর্বে যাওয়ার লড়াইয়ে রইলো তিন দলই। কডি গাকপোর গোলে এগিয়ে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে ইকুয়েডরকে সমতায় ফেরান এনার ভ্যালন্সিয়ার।
চলতি বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বারের মতো লক্ষ্যভেদ করলেন ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া। আর তিন গোল নিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও তিনিই। অন্যদিকে গাকপোও প্রথম ম্যাচে স্কোরশিটে নাম লিখিয়েছিলেন আর দ্বিতীয় ম্যাচেও করেছেন এক গোল।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় নেদারল্যান্ডসকে এগিয়ে নেন গাকপো। সাজানো আক্রমণ থেকে ডি বক্সের সামান্য বাইরে বল পান কডি গাকপো। সেখান থেকে শট করে বল ইকুয়েডরের জালে জড়ান তিনি। ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই পিছিয়ে পড়ে ইকুয়েডর। তবে এরপর নিজেদের গুছিয়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ইকুয়েডর।
নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণ শুরু করে ইকুয়েডর। দারুণ সুযোগ আসে ম্যাচের ২৩ মিনিটের মাথায়। বাঁ দিক থেকে আক্রমণে উঠে ডি বক্সের ভেতর দারুণ ক্রস করেন কিন্তু বক্সের ভেতর থেকে সেই বল কেউই জালে জড়াতে পারেননি। মিনিট চারেক পর এনার ভ্যালেন্সিয়া দারুণ এক বল দেন ডি বক্সে তবে এবারেও কেউ পা ছোঁয়াতে পারেনি বলে। ৩১ মিনিটে ডি বক্সের বাইর থেকে জোড়ালো শট করেন ভ্যালেন্সিয়া। তবে দারুণ সেভে দলকে রক্ষা করেন ডাচ গোলরক্ষক আন্দ্রেস নোপের্ট। এরপর দু’দল কিছু আক্রমণ করলেও তা বল জালে জড়াতে পারেনি। ম্যাচের ৪৩ মিনিটে বাম দিক থেকে ইকুয়েডরের বক্সে বল বাড়ালেও গোলরক্ষক নিজের গ্লোভসে নিলে কোন বিপদ হয় না।
প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ডাচদের জালে বল জড়ায় ইকুয়েডর। তবে অফসাইডের কারণে বাতিল করা হয় গোলটি। এতেই প্রথমার্ধ শেষ হয় ডাচদের ১-০ গোলে এগিয়ে থাকার মধ্য দিয়ে।
তবে দ্বিতীয়ার্ধে ফিরেই ডাচদের কিছু বুঝে ওঠার সুযোগ দেয়নি ইকুয়েডর। এনার ভ্যালেন্সিয়া দুর্দান্ত এক গোলে ইকুয়েডরকে সমতায় ফেরান।
ম্যাচে বল দখলের লড়াইয়ে ডাচরা এগিয়ে থাকলেও আক্রমণের দিক দিয়ে ইকুয়েডর ছিল দুর্দান্ত। ডাচরা এদিন যেন পাত্তায় পায়নি ইকুয়েডরের কাছে। গোটা ম্যাচে মোট ১৫টি শট নেয় ইকুয়েডর যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ২টি শট নেওয়া ডাচদের একটি ছিল লক্ষ্যে। অর্থাৎ ম্যাচে আক্রমণের দিক দিয়ে ইকুয়েডরের ধারে কাছেও ভিড়তে পারেনি ডাচরা।
ইকুয়েডরের বিপক্ষে ডাচরা বেশ ভাগ্যবান বলা চলে। কেননা ম্যাচের ৫৯তম মিনিটে পিছিয়ে পড়তে পারতো তারা তবে সে যাত্রায় গোলপোস্ট রক্ষা করে ডাচদের। এনার ভ্যালেন্সিয়ার শট কোনো মতে আটকান ভার্জিল ভ্যান ডাইক আর সেখান থেকে ফিরতি বল পেয়ে বুলেট শট নেন প্লাটা। তবে ভাগ্য তার পক্ষে ছিল না। বল গোলপোস্ট লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় ইকুয়েডর।
এরপর ম্যাচের বাকি সময়টাও ইকুয়েডরের আক্রমণ রুখতেই ব্যস্ত ছিল ডাচরা। তবে নিজেরা সেভাবে আক্রমণ করতে না পারলেও রক্ষণটা বেশ সামলেছে নেদারল্যান্ডস। আর তাতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
এই ড্র’য়ে গ্রুপ ‘এ’র লড়াই জমে উঠেছে। চার দলই দুটি করে ম্যাচ খেলেছে। নেদারল্যান্ডস ও ইকুয়েডর এক জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে সেনেগাল আর দুই হারে গ্রুপের তলানিতে আছে কাতার।
সারাবাংলা/এসএস
এনার ভ্যালেন্সিয়া কাতার বিশ্বকাপ নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ফুটবল বিশ্বকাপ ২০২২