Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিদের হারাতে অসম্ভব কাজ করতে চান আর্জেন্টাইন মার্টিনো

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২ ২৩:১৯

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আর্জেন্টিনা খাদের কিনারায়। শনিবার (২৬ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারাতেই হবে মেসিদের। অন্তত ড্র করলেও কাগজে-কলমে টিকে থাকা সম্ভব। তবে মেক্সিকোও রয়েছে হুমকিতে। ওই ম্যাচে হেরে গেলে গ্রুপ পার হওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে তাদেরও। মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ড মার্টিনো জানালেন, নিজ দেশকে বাদ দিয়ে হলেও মেক্সিকোকে পরবর্তী পর্বে উঠাতে চান তিনি। জানালেন, পেশাদার খেলায় এমনটাই তো স্বাভাবিক।

বিজ্ঞাপন

মেক্সিকোর কোচ শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন। নিজ দেশের মহাতারকা মেসিকে বিশ্বকাপ বঞ্চিত করতে কোনো দ্বিধা বোধ করছেন কি না—এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি।

সাবেক বার্সেলোনার কোচ জেরার্ড মার্টিনো এ ব্যাপারে দ্বিধাহীন জবাব দেন। তিনি বলেন, ফুটবলে যা হয় আমি তা ফুটবলের প্রাসঙ্গিকতার উপর ছেড়ে দেই। আমি মেক্সিকো এবং আর্জেন্টিনা উভয়ের কাছে এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে সচেতন। তবে মেক্সিকো জেতাতে আমি অসম্ভব কাজ করব। মেক্সিকোকে জিততেই হবে।

আর্জেন্টিনার রোসারিওতে জন্ম ৬০ বছর বয়সী এই কোচ বলেন, আমি জানি আমি কোথায় জন্মগ্রহণ করেছি। আমি আপনাকে বলতে পারি আর্জেন্টিনার কোন শহরের কোন হাসপাতালে কোন বছর আমি জন্মেছিলাম। তবে মেক্সিকোর জয়ের জন্য আমাকে অসম্ভব কাজ করতে হবে। আমি অন্য কিছু করতে পারি না।

শনিবার আর্জেন্টিনার লিওনেল মেসির বিপক্ষে খেলা কঠিন হবে কি না এমন প্রশ্নের জবাবেও মার্টিনো দ্বিধাহীন। তিনি বলেন, আমরা তাকে থামাতে পারব কি না এর চেয়ে জরুরি বিষয় হলো দিনটি মেসির জন্য খারাপ একটি দিন হবে কি না। যারা মেসির মুখোমুখি হয়েছে তারা সবাই একই কথাই বলবে।

সি গ্রুপে আর্জেন্টিনা ও মেক্সিকোর অন্য দুই সঙ্গী সৌদি আরব ও পোল্যান্ড। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে চার দলের তালিকায় সবার নিচে রয়েছে আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচ ড্র হওয়ায় দুই দলের পয়েন্ট সমান ১ করে। সৌদি আরব ৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে।

সারাবাংলা/আইই

ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর