Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইনজুরি’ও দাপট দেখাচ্ছে বিশ্বকাপে

মো. সাইফুল আলম তালুকদার
২৫ নভেম্বর ২০২২ ১৬:২৫

প্রিয় দলের খেলা দেখতে বসে সব সময় একটি আতঙ্কে থাকতে হয়, কখন কোন খেলোয়াড় ইনজুরিতে পড়েন আর পরবর্তী ম্যাচ মিস করেন। ২০১৪ বিশ্বকাপে যেমন ঘটেছিল নেইমারের ক্ষেত্রে আর নিজেদের মাটিতে বিশ্বকাপ হওয়া সত্বেও সর্বনাশ হয়েছিল ব্রাজিলের।

এবারের কাতার বিশ্বকাপ শীতকালে পড়ার কারণে অর্থাৎ বেশিরভাগ দেশগুলো বিশেষ করে ইউরোপে এখন মৌসুমের মাঝামাঝি অবস্থায় থাকার কারণে বিশ্বকাপের পূর্বে যে সমস্ত খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন তাদের টুর্নামেন্টটির আগে সুস্থ হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ সীমিত হয়ে গেছে বা সেই আশা একেবারেই বিলীন হয়ে গেছে। সেই লিস্টটা যথেষ্ট লম্বা। তবে সংখ্যা ব্যাপার হচ্ছে বিশ্বকাপ শুরু হবার পরেও অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে কাতারের বিপক্ষে উভয় গোল করার পর ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়াকে ইনজুরির কারণে মাঠ থেকে উঠে যেতে হয়। তবে তিনি আশাবাদী যে হল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে খেলতে পারবেন।

ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন ইরানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে ইনজুরির জন্য খেলা শেষ হবার আগেই উঠে পড়েন। তবে দ্বিতীয় ম্যাচে খেলার জন্য তিনি ইতিমধ্যেই অনুশীলনে ফিরেছেন। তবে ইংল্যান্ডের সাথে খেলতে গিয়ে ইরানী গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ মাথায় আঘাত পেয়েছিলেন যার মূল্য ইরানকে চরমভাবে দিতে হয়েছিল। বেইরানভান্দর অনুপস্থিতিতে দ্বিতীয় গোলরক্ষকের অনভিজ্ঞতা ইরানকে ছয় ৬ গোল হজম করার পথ ত্বরান্বিত করেছিল।

সৌদিরা আর্জেন্টিনার বিপক্ষে মিরাকল ঘটালেও তারা হারিয়েছেন লেফট-ব্যাক ইয়াসির আল শাহরানিকে। যিনি তার নিজের গোলরক্ষকের সাথে একটি বাজে সংঘর্ষে চোয়াল ভেঙে ফেলেছেন। আল শাহরানি স্কোয়াড ছেড়ে অস্ত্রোপচারের জন্য ইতিমধ্যে রিয়াদে ফিরে গেছেন।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে ফ্রান্স। যাদের দল থেকে ইতিমধ্যে বেনজেমা,‌‌ কান্তে, পগবা এবং এনকুঙ্কুরা বাদ পড়েছেন। মরার উপর খারার ঘা হয়ে এখন এসেছে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের ইনজুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ৪-১ জয়ে ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে কয়েক মাসের জন্য দল থেকে ছিটকে পড়েছেন হার্নান্দেজ।

হাঁটুর সমস্যার কারণে জাপানের বিপক্ষে ১-২ গোলে পরাজিত ম্যাচটিতে জার্মানির স্ট্রাইকার লেরয় সানে মাঠেই নামতে পারেননি। তবে উল্টো ঘটনাও আছে। হাঁটুর ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর ভিএফএল বোচুম স্ট্রাইকার তাকুমা আসানো জাপানের হয়ে জার্মানির বিপক্ষে জয় সূচক গোল করেন।

ব্রাজিল তার প্রথম ম্যাচে সার্বিয়ার সাথে মনোমুগ্ধকর খেলা উপহার দিলেও, দলের সেরা তারকা নেইমার গোড়ালির ইনজুরির জন্য খেলা শেষ হবার আগেই মাঠ ত্যাগ করেন। পরবর্তীতে দেখা যায় তার গোড়ালি বেশ ফুলে উঠেছে।

এই মাসের শুরুতে মার্সেইয়ের বিপক্ষে টটেনহ্যামের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় দক্ষিণ কোরিয়া হিউং-মিন হন চোখে ব্যথা পান। তবে তিনি উরুগুয়ের সঙ্গে প্রথম ম্যাচে মাস্ক পড়ে পুরো ৯০ মিনিট খেলতে পেরেছিলেন।

সারাবাংলা/এসএইচএস

করিম বেনজেমা নেইমার ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর