Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বকাপ খেলতে পারবে নেইমার’

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২ ১২:১৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১২:২৩

নেইমার খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয়ের দিনে এমন দৃশ্য নিশ্চয় দেখতে চাননি ব্রাজিলিয়ান সমর্থকরা। ম্যাচের ৮০ মিনিটে চোট পাওয়া নেইমারকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। মাঠ ছাড়ার সময় খোঁড়াচ্ছিলেন নেইমার। পরে ডাগ আউটে বসে কাঁদতেও দেখা গেছে তাকে। পরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও দেখছেন কেউ কেউ। অবশ্য এই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন ব্রাজিল কোচ তিতে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নেইমারের ইনজুরি প্রশ্নে তিতে বলেছেন, আমরা আশাবাদি নেইমার বিশ্বকাপ খেলতে পারবে। গতকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন রিচার্লিসন। দুই গোলেই নেইমারের অবদান আছে। যতক্ষণ মাঠে ছিলেন খেলছিলেন দারুণ। তবে পুরো ম্যাচ জুড়েই নেইমারকে কড়া ট্যাকেট করে গেছেন সার্বিয়ানরা।

পুরো ম্যাচে ফাউল হয়েছে ১১ বার। যার মধ্যে নেইমারকেই করা হয়েছে ৮ বার। যা বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ফাউলের রেকর্ড। ম্যাচের ৬৭ মিনিটে সার্বিয়ান ফুলব্যাক মিলেনকোভিচ কড়া ট্যাকলে করেন নেইমারকে। যাতে ডান পাযের গোড়ালি মচকে যায় তার।

ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে নেইমারের চোট কতটা গুরুতর। তবে ব্রাজিল কোচ তিতে ম্যাচ শেষে আস্বস্তই করলেন ভক্তদের। তিতে বলেছেন, ‘ও বিশ্বকাপে খেলতে পারবে, আমরা আত্মবিশ্বাসী।’

রগ্রিগো লাসমার বলেছেন, ‘ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছে নেইমার। সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটুর আঘাতের প্রভাবে সরাসরি আঘাত লেগেছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চেই আমরা চিকিৎসা শুরু করেছি। ফিজিও কাজ করছেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি বোঝা যাবে।’

নেইমারের বিশ্বকাপ খেলা শঙ্কায় কিনা তা নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি লাসমার। বলেছেন, ‘এমআরআই দরকার নেই। আগামীকাল (আজ) আরেকবার চোট পরিস্থিতি দেখা হবে। আমরা অপেক্ষা করছি, আগেভাগে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

সারাবাংলা/এসএইচএস

তিতে নেইমার ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর