Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর রেকর্ড আর ব্রাজিলের দারুণ শুরুর ৫ম দিন

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২ ০৮:২৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৪:১১

কাতার বিশ্বকাপের চতুর্থ দিনে এসে মাঠে নামলো ব্রাজিল ও পর্তুগাল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১০টায় ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোদের বিশ্বকাপ যাত্রা শুরু। আর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের শুরু। এর আগে দিনের বাকি দুই ম্যাচ ছিল সুইজারল্যান্ড ও ক্যামেরুন আর উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার।

এদিন মাঠে নেমেই রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। আর গোল করে নতুন এক ইতিহাস গড়েন পর্তুগিজ এই যুবরাজ। প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন রোনালদো। তবে ঘানাও লড়াই করেছে গোটা ম্যাচে। যদিও শেষ পর্যন্ত পর্তুগাল ৩-২ গোলের ব্যবধানে জিতেছে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ক্যামেরুনকে। আর দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে।

বিজ্ঞাপন

তবে দিনের সবচেয়ে আকর্ষণের জন্য অপেক্ষা মধ্যরাত পর্যন্ত। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ানদের বিশ্বকাপ মিশনের শুরু। সার্বিয়ার দুর্দান্ত রক্ষণের জবাব ব্রাজিল দিয়েছে বিধ্বংসী আক্রমণে। রিচার্লিসনের জোড়া গোলে ব্রাজিল উল্লাসে মেতে পেয়েছে দুর্দান্ত এক জয়।

জন্মভূমির বিপক্ষে গোল করে সুইজারল্যান্ডকে জেতালেন এমবোলো

১৯৯৭ সালে ক্যামেরুনে জন্মগ্রহণ করেছিলেন ব্রেল এমবোলো। এরপর তার মায়ের সঙ্গে ফ্রান্স হয়ে সুইজারল্যান্ডে পাড়ি জমান। এরপর সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে বয়সভিত্তিক দল হয়ে জাতীয় দলে খেলেন। ২০১৬ ইউরো, ২০১৮ বিশ্বকাপ এবং ২০২০ ইউরোর পর সুইসদের হয়ে ২০২২ বিশ্বকাপেও খেলছেন তিনি। আর কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জন্মভূমি ক্যামেরুনের বিপক্ষে গোল করে সুইজারল্যান্ডকে এনে দিয়েছেন জয়।

বিজ্ঞাপন

ম্যাচের ৪৮তম মিনিটে জারদান শাকিরির অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে সুইসদের এগিয়ে নেন এমবোলো। বিশ্বকাপের একটি গোল খেলোয়াড়দের অনেক আরাধ্যের ব্যাপার। কিন্তু সেই গোলের পরেও কোনো প্রকার উদযাপন করেননি এমবোলো। কেননা জন্মভূমির হয়ে বিশ্বকাপে না খেললেও জন্মভূমির প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকেই উদযাপন করা থেকে বিরতি থাকেন এমবোলো।

কোরিয়ার বিপক্ষে উরুগুয়েকে জিততে দিল না গোলপোস্ট

ম্যাচের তখন ৯০ মিনিটের খেলা চলছে। কোরিয়ার ডি বক্স থেকে কিছুটা দূরে বল পেয়ে বুলেট শট নেন ফেদেরিখো ভালভার্দে। বুলেট গতিতে বল গোলপোস্টে লেগে বেরিয়ে যায়। বলটা একটু ডান দিকে সরে গেলেও জালে গিয়েই জড়াত কেননা দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক তখন লাফিয়ে পড়েও বলের নাগাল পাননি। ভালভার্দের এই গোলটিই গড়ে দিত পারত ম্যাচের ভাগ্য। তবে তা হয়নি। আর ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে এসেও গোলপোস্ট বাধা হয়ে দাঁড়িয়েছিল উরুগুয়ের জন্য। ভালভার্দের কর্নার থেকে ভেসে আসা বল লাফিয়ে উঠে দারুণ হেড করেন ডিয়েগো গডিন। গোলরক্ষককে পরাস্ত করলেও বল গোলপোস্টে লেগে ফিরে আসে গডিনের হেডার। আর এতেই এগিয়ে যাওয়া হয়নি উরুগুয়ের। গোলপোস্টের এই দুই বাধা পেরিয়ে আর গোল করা হয়নি সুয়ারেজ-নুনেজ-কাভানিদের। আর তাতেই শেষ পর্যন্ত গোলশূন্য ড্র’তে শেষ হয় উরুগুয়ে-দক্ষিণ কোরিয়ার লড়াই।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের

ঘানার বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড বইয়ে নাম তোলেন। পর্তুগালের হয়ে পাঁচ বিশ্বকাপে খেলার রেকর্ড ছুঁয়ে অনন্য উচ্চতায় রোনালদো। এরপর রোনালদোর পেছনে তাড়া করছিল প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড। প্রথমার্ধে দুটি সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে এসে নাম তোলেন রেকর্ডে বইয়ে। ৬২তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দৌড়ে গিয়ে নিজের বিখ্যাত ‘সিউইই’ উদযাপন করেন। আর পর্তুগাল এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

রোনালদোর গোলের পরে ম্যাচ আরও জমে ওঠে। আর এই গোলের জবাবে মাত্র ৯ মিনিট পরেই সমতায় ফেরে ঘানা। দলটির অধিনায়ক আন্দ্রে আইউই দারুণ এক গোল করে ঘানাকে সমতায় ফেরান। তবে ঘানাকে স্বস্তিতে থাকতে দেয়নি পর্তুগাল। ৭৮তম মিনিটে গোল করে আবারও পর্তুগালকে লিড এনে দেন জাও ফেলিক্স। দুই মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল লেওয়াও। তবে ম্যাচের শেষ দিকে এসে দারুণ আক্রমণাত্মক খেলে ৮৯তম মিনিটে গোল আদায় করে নেয় ঘানা। তবে তৃতীয় গোলের আর দেখা পায়নি ঘানা। তাতেই ৩-২ গোলের ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। সার্বিয়ানদের জমাট বাধা রক্ষণে কি তবে আটকে যাবে ব্রাজিলিয়ানরা? দুর্দান্ত রক্ষণে তেমনই আভাস দিচ্ছিল সার্বিয়া। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে যায় খেলার মোড়। মুহুর্মুহ আক্রমণে সার্বিয়ান রক্ষণ ভেঙেছে নেইমার-ভিনিসিয়াসরা। আর দুর্দান্ত দুই গোলে সেলেসাওদের উল্লাসে ভাসিয়েছেন রিচার্লিসন। শেষ পর্যন্ত রিচার্লিসনের ওই জোড়া গোলেই ২-০ ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে সেলেসাওরা।

সারাবাংলা/এসএস

উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া কাতার বিশ্বকাপ পর্তুগাল বনাম ঘানা ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম সার্বিয়া সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর