Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২ ২৩:৫৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ০০:২০

ঘানার বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড বইয়ে নাম তোলেন। পর্তুগালের হয়ে পাঁচ বিশ্বকাপে খেলার রেকর্ড ছুঁয়ে অনন্য উচ্চতায় রোনালদো। এরপর রোনালদোর পেছনে তাড়া করছিল প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড। প্রথমার্ধে দুটি সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে এসে নাম তোলেন রেকর্ডে বইয়ে। ৬২তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দৌড়ে গিয়ে নিজের বিখ্যাত ‘সিউইই’ উদযাপন করেন। আর পর্তুগাল এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

রোনালদোর গোলের পরে ম্যাচ আরও জমে ওঠে। আর এই গোলের জবাবে মাত্র ৯ মিনিট পরেই সমতায় ফেরে ঘানা। দলটির অধিনায়ক আন্দ্রে আইউই দারুণ এক গোল করে ঘানাকে সমতায় ফেরান। তবে ঘানাকে স্বস্তিতে থাকতে দেয়নি পর্তুগাল। ৭৮তম মিনিটে গোল করে আবারও পর্তুগালকে লিড এনে দেন জাও ফেলিক্স। দুই মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল লেওয়াও। তবে ম্যাচের শেষ দিকে এসে দারুণ আক্রমণাত্মক খেলে ৮৯তম মিনিটে গোল আদায় করে নেয় ঘানা। তবে তৃতীয় গোলের আর দেখা পায়নি ঘানা। তাতেই ৩-২ গোলের ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

বিজ্ঞাপন

গোলশূন্য প্রথমার্ধের পর কেউ হয়তো ভেবে বসেছিলেন দ্বিতীয়ার্ধটাও গোলশূন্য হতে পারে। নয়তো ম্যাড়মেড়ে আরও একটি অর্ধ। তবে না পর্তুগাল ও ঘানা দুই দলের কারোরই তেমন কোনো ইচ্ছা ছিল না। দ্বিতীয়ার্ধে মোট পাঁচ গোল হয়েছে। যার মধ্যে তিন গোল করে ম্যাচ নিজেদের করে নিয়েছে পর্তুগাল। আর দুটি গোল ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত তৃতীয় গোলের দেখা আর পাওয়া হয়নি ঘানার।

ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ আসে পর্তুগালের সামনে। ঘানার মিডফিল্ডার কুদোস বল হারালে সেই বল বার্নার্দো সিলভা পাস দেন রোনালদোকে। দারুণ গতিতে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়ে শট করলেও তার শট আটকে দেন ঘানার গোলরক্ষক। তবে গোলের সবচেয়ে বড় সুযোগটি আসে ম্যাচের ২৮তম মিনিটে। বার্নার্দো সিলভার কাছ থেকে পাওয়া বল ডান দিক থেকে মাটি কামড়ানো ক্রস ডি বক্সে করেন জাও ক্যানসেলো। ছয় গজের ভেতর ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন জাও ফেলিক্স।

মিনিট তিনেক পরে ক্রিস্টিয়ানো রোনালদো একবার বল জালে জড়ালেও গোল করার আগে ঘানার এক ডিফেন্ডারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অপরাধে ফাউল ধরেন রেফারি। আর তাতেই বাতিল হয়ে যায় গোলটি। এতেই প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ আক্রমণাত্মক খেলতে থাকে ঘানাও। ৫৫তম মিনিটে আসে তাদের সামনে দারুণ এক সুযোগও। তবে প্রতি আক্রমণে বল নিয়ে এগিয়ে যাওয়া কুদোস ডি বক্সের ঠিক বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন। আর তাতেই নষ্ট হয় সুবর্ণ এই সুযোগটি। তবে গোলের জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ৬২তম মিনিটে বল নিয়ে ঘানার ডি বক্সে ঢুকেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ডি বক্সের ভেতর তাকে ফাউল করে ফেলে দেন ডিফেন্ডার সালিসু। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঘানার খেলোয়াড়রা প্রতিবাদ জানালেও রেফারি ছিলেন তার সিদ্ধান্তে অনড়। স্পটকিক থেকে ৬৫তম মিনিটে বাঁ দিকে শট করে বল জালে জড়িয়ে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো।

আর এই গোলেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন। পর্তুগাল ম্যাচে এগিয়ে যাওয়ার পর জ্বলে ওঠে ঘানা। একের পর এক আক্রমণে পর্তুগালের ভালোই পরীক্ষা নিচ্ছিল আন্দ্রে আইউইরা। ম্যাচের ৭৩তম মিনিটে এসে সেই আক্রমণে ফল পায় ঘানা। বাঁ দিক থেকে আক্রমণে উঠে পর্তুগালের ডি বক্সে দুর্দান্ত এক পাস দেন কুদোস। তার পাস পর্তুগালের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে, ফিরতি বল ছয় গজের ভেতর পেয়ে দারুণ এক গোল করে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আইউই।

তবে ঘানাকে স্বস্তিতে থাকতে দেয়নি পর্তুগাল। গোল হজম করে সমতায় ফেরার মাত্র ৮ মিনিট পরে দ্বিতীয় গোলের দেখা পায় সেলেকাওরা। ব্রুনো ফার্নান্দেজের থ্রু বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে ডি বক্সের কোণা থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন জাও ফেলিক্স। পর্তুগাল এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে। এর ছয় মিনিট পর বদলি হিসেবে মাঠে নেমে ব্রুনো ফার্নান্দেজের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন রাফায়েল লেওয়াও।

তবে ম্যাচের শেষ ১০ মিনিটের পর্তুগালকে দম ফেলারও সময় দেয়নি ঘানা। ৮৮ মিনিটে রোনালদো, ফেলিক্স আর সিলভাকে তুলে নেয় পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। আর তারই সুযোগ নেয় ঘানা, ৮৯তম মিনিটে দারুণ এক হেডারে লক্ষ্যভেদ করে ঘানার স্বপ্ন পুনর্জিবিত করেন ওসমান বুকারি। শেষ দিকে এসে পর্তুগাল গোলরক্ষকের পেছন থেকে এসে বল কেড়ে নেওয়ার চেষ্টা করে গোল করতে গিয়েছিলেন ঘানার এক খেলোয়াড় তবে শেষ পর্যন্ত আর লক্ষ্যভেদ করতে পারেননি। এতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল বনাম ঘানা ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর