Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোহার রাস্তায় আর্জেন্টিনা-মেক্সিকো সমর্থকদের মারামারি

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২ ২০:৪৭

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে বিপাকে পড়েছে আর্জেন্টিনা। আগামী শনিবার (২৬ নভেম্বর) ই গ্রুপের অন্য সঙ্গী মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে জীবন-মরণের লড়াই। এদিকে মেক্সিকো একই গ্রুপের পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ফলে মেক্সিকোরও চাই জয়। এমন অবস্থায় দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।

কাতারের দোহাতে দুই দেশের একদল সমর্থক তাদের স্নায়ু ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। বুধবার রাতে একদল মেক্সিকান সমর্থক আর্জেন্টিনার সমর্থক দেখে লিওনেল মেসিকে কটাক্ষ করে স্লোগান শুরু করেন। আর্জেন্টিনা সমর্থকরা এর প্রতিবাদ করেন। এসময় দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

দোহার আল বিদ্দা পার্কে এ ঘটনা ঘটেছে। এই পার্কে দর্শক-সমর্থকদের জন্য একটি জোন তৈরি করেছে ফিফা। এ জোনের উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। তবে এই জোনেই আর্জেন্টিনা ও মেক্সিকোর সমর্থকরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির বিপরীতে সংঘর্ষে লিপ্ত হলেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে গুরুতর আহত হননি কেউ।

সারাবাংলা/আইই

ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর