ব্রাজিল ২, সার্বিয়া ০, নেইমার ০
২৪ নভেম্বর ২০২২ ১৫:০৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৫:২৬
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা, জাপানের বিপক্ষে জার্মানির হারের অঘটনে শুরুতেই জমে উঠেছে কাতার বিশ্বকাপ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। রাতে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন নেইমার-ভিনিসিয়ুস-কাসেমিরোরা। ম্যাচে ব্রাজিল পরিস্কার ফেভারিট। দলীয় শক্তি, ফুটবল ঐতিহ্য, সম্প্রতিক ফর্ম বা র্যাংকিংয়ে যোজন যোজন এগিয়ে ব্রাজিল।
ফিফা র্যাংকিংয়ে সার্বিয়ার অবস্থান ২১ নম্বরে। অপর দিকে নেইমার-কাসিমিরোদের ব্রাজিল র্যাংকিংয়ের এক নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে। এখন পর্যন্ত ব্রাজিল-সার্বিয়া মুখোমুখি হয়েছে দুবার। দুবারই জিতেছে ব্রাজিল। অবশ্য ব্রাজিলের সেরা তারকা নেইমার দুটি ম্যাচ খেললেও গোল পাননি।
প্রথম দেখা ২০১৪ সালে ফিফা ফ্যান্ডলি ম্যাচে। সেবার ফ্রেডের একমাত্র গোলে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। চার বছর পর ২০১৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হয় সার্বিয়া। সেবারও গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। সেলেসাওদের পক্ষে গোল দুটি করেন পাওলিনহো ও থিয়েগো সিলভা।
সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্সও অনুপ্রাণিত করবে ব্রাজিলকে। বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ১৫ ম্যাচ হারেনি ব্রাজিল। জিতেছে ১২টিতেই, ড্র বাকি ৩টি। ১৯৯৮ সালে নরওয়ের বিপক্ষে শেষবার গ্রুপ পর্বে হেরেছিল ব্রাজিল।
বাছাই পর্বে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছে ব্রাজিল। বাছাই পর্বে এক ম্যাচও হারেননি নেইমাররা। ১৭ ম্যাচের ১৪টিতেই জিতেছে ব্রাজিল, বাকি ৩টিতে ড্র। বাছাই পর্বে ব্রাজিলের পয়েন্ট ৪৫। যা কাতার বিশ্বকাপ খেলা সব দলের চেয়ে বেশি।
তবে পরিসংখ্যান সব সময় মাঠের ফুটবলকে নিয়ন্ত্রণ করতে পারে না সেটা সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে জার্মানির হারেই প্রমাণিত।
সারাবাংলা/এসএইচএস